নেত্রকোনা প্রতিনিধি

  ০৯ মে, ২০১৮

নেত্রকোনায় চালক খুনে ৪ জনের ফাঁসি

নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের বিচিপাড়া গ্রামের মাইক্রোবাস চালক সোলায়মান হত্যায় চারজনকে ফাঁসির রায় দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা এবং সাবিয়া ইয়াসমিন নামের এক নারীকে বেকসুর খালাস দিয়েছেন। নেত্রকোনার জেলা ও দায়রা জজ এক এম রাশেদুজ্জামান রাজা গতকাল মঙ্গলবার ১২টা সময় এই রায় দেন। তবে সব আসামিই পলাতক। এরা হলেনÑ মুন্সীগঞ্জ জেলার মো. হাসান আলী, আবদুল মালেক, নেত্রকোণার মো. মুন্নাফ মিয়া ও গাজীপুর জেলার সেলিম সরকার।

বাদী পক্ষে মামলা পরিচালনা করেন ভারপ্রাপ্ত পিপি সাইফুল আলম প্রদীপ এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট দিলওয়ারা বেগম। মামলা সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ১৬ জানুয়ারি সন্ধ্যায় নেত্রকোনার নাগড়া মাইক্রোবাসস্ট্যান্ড থেকে অজ্ঞাত ৫ জন শ্রীপুরে ভাড়ার কথা বলে মাইক্রোবাস ভাড়া করে নিয়ে যায়। বাসচালক রাত ৯টায় তার ভাই আল আমীনকে জানান, তিনি শ্রীপুরের জৈনা বাজারের নোয়াখালি হোটেলে অবস্থান করছেন। পরে সোলায়মানের মোবাইলফোন বন্ধ পাওয়া যায়। পরদিন আল আমীন সেখানে খোঁজ করতে গিয়ে না পেয়ে নেত্রকোনায় এসে থানায় জিডি করেন। ওই দিনই খবর পান গাজীপুর হাসপাতালে একটি অজ্ঞাত লাশ পড়ে আছে। তারা সেখানে গিয়ে লাশ সোলায়মানের বলে শনাক্ত করেন।

পরদিন সোলায়মানের বড় বোনের ছেলে নুরুল আমীন বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় আটজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

পুলিশ তদন্ত শেষে ২০১৪ সালের ২৬ মার্চ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। বিচারক ১২ জনের সাক্ষ্য গ্রহণ ও প্রমাণ শেষে গতকাল রায় দেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist