নিজস্ব প্রতিবেদক

  ২৭ এপ্রিল, ২০১৮

আরো দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন

নানা ধরনের অনিয়ম নিয়ে সমালোচনার মধ্যেও এক সপ্তাহের মাথায় আরো দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদন দিয়েছে সরকার। এর মধ্যে একটি বান্দরবানে ‘বান্দরবান বিশ্ববিদ্যালয়’। আরেকটি রাজশাহীতে শাহ মখদুম ম্যানেজমেন্ট ইউনিভার্সিটি। এ নিয়ে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়াল ১০১টিতে।

গতকাল বৃহস্পতিবার নতুন দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমতি দিয়ে প্রতিষ্ঠাতাদের চিঠি দিয়ে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। অনুমোদন পাওয়া বান্দরবান বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হিসেবে রয়েছেন পার্বত্য চট্টগ্রাম-বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং। আর শাহ মখদুম ম্যানেজমেন্ট ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা হিসেবে রয়েছেন বি এম শামসুল হক।

এক সপ্তাহ আগে খুলনায় খান বাহাদুর আহ্ছানউল্লাহ বিশ্ববিদ্যালয় এবং রাজশাহীতে আহ্ছানিয়া মিশন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নামে দুটি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেওয়া হয়েছিল। শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ইতোমধ্যে কার্যক্রম চালানো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বেশির ভাগই আইনের শর্ত মেনে চলছে না। গত মার্চ পর্যন্ত ৩০টিতে আচার্যের নিয়োগ করা উপাচার্য নেই, সহ-উপাচার্য নেই ৭০টিতে। বারবার সময় দিয়েও পুরনো ৫১টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে মাত্র ১৮টি বেসরকারি বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গভাবে নিজস্ব ক্যাম্পাসে গেছে। সব মিলিয়ে নিয়মের মধ্যে চলছে ১৫-২০টি বিশ্ববিদ্যালয়। বাকিগুলোর বিরুদ্ধে রয়েছে শিক্ষা–বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ।

এ রকম অবস্থার মধ্যেই আরো নতুন নতুন বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদন দেওয়া হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রমতে, সরকারের শেষ বছরে আরো কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় অনুমোদন দেওয়ার তোড়জোড় চলছে। এর মধ্যে ময়মনসিংহ, পটুয়াখালী, ঢাকার সেনপাড়া পর্বতা, মুন্সীগঞ্জ, সিলেট, চাঁদপুরসহ আরো কয়েকটি এলাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়টি অনেকদূর এগিয়েছে। এগুলোর প্রতিটির পেছনে রাজনীতিবিদ ও ব্যবসায়ীরা রয়েছেন। ইউজিসির এক কর্মকর্তা বলেছেন, সব মিলিয়ে শতাধিক আবেদন জমা আছে।

শিক্ষাবিদরা বলছেন, অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে গুণগত মানে পিছিয়ে আছে। তাই গুণগত শিক্ষা নিশ্চিত করতে না পারলে এসব বিশ্ববিদ্যালয় সমস্যা হিসেবে দেখা দেবে; যা ইতোমধ্যে শুরু হয়েছে।

উল্লেখ্য, ১৯৯২ সালে আইন পাস হওয়ার পর দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপন শুরু হয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সূত্রমতে, গত নয় বছরে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের আমলে ৪৭টি বেসরকারি বিশ্ববিদ্যালয় অনুমোদন দেওয়ার ক্ষেত্রে দলীয় বিবেচনা প্রাধান্য পেয়েছে। বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ও দলীয় বিবেচনায় বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেওয়া হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist