আহমেদ তানভীর

  ২৫ আগস্ট, ২০১৭

শরতের পদাবলি

শারদীয় দোজখের কোলাজ

শারদ সন্ধ্যায় কিছু নিকোটিনপোড়া মিশে গেলে বেতাল বাতাসে,

কেবলই মনে হয় মিছেমিছি এইসব মেঘ মেঘ নীলাঞ্জন।

ভেতরে পতনের ঘণ্টা অবিরাম... দহন দহন

ঠাসঠাস ভেঙে যায় কতিপয় আটপৌরে নরম শব্দ।

গোধূলি-উঠোনে উইপোকাদের নিপাট বনভোজন, আহা!

ধর্মাধর্ম ভুলে মন্দিরের বেদনা ঠোকরে খায় অবাক আবাবিল।

বানের তোড়ে জমা পড়ে নীল নীল পলি, সারি সারি লোভাতুর চোখ!

ত্রাহি ত্রাহি চিৎকারে ভোর ভেঙে যায়, মানুষ যায় ভেসে...

শব্দ হয়- আলো জ্বলে ওঠে, আর ক্যামেরার কুটিল ফ্ল্যাশলাইট;

ভোর হাওয়ায় উড়ে উড়ে আসে খবরের কাগজ, ছাপা হয়-

দোজখের দহনে বসা কিছু হাসি হাসি দানব চেহারা।

ত্রাণ ত্রাণ চিৎকারে মরে মরে যায়, যাচ্ছে এইসব শারদ সময়!

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist