দুলাল বিশ্বাস, গোপালগঞ্জ

  ২৪ নভেম্বর, ২০১৭

দৃষ্টিনন্দন লাল শাপলার হাসিতে মুগ্ধ গোপালগঞ্জ

বৈচিত্র্যময় প্রকৃতির অপরূপ সৌন্দর্যে লাল শাপলার হাসিতে মুগ্ধ গোপালগঞ্জবাসী। হেমন্তে শীতের আগমনে খাল-বিল, হাওড়-বাওড়জুড়ে এই লাল শাপলা সব শ্রেণির মানুষের নজর কেড়েছে। শীত মৌসুমে শুকিয়ে আসা বিলের ছিপছিপে পানিতে নৌকায় করে লাল শাপলা তোলার আনন্দে মেতে উঠেছে শিশুরা। এখন গোপালগঞ্জ জেলাজুড়ে গ্রাম বাংলার এক অপরূপ ঐতিহ্য শুধুই লাল শাপলা। সদর উপজেলার রঘুনাথপুর গাভীর বিলজুড়ে ফুটেছে লাল শাপলা। শীতের সকালে মিষ্টি রোদে মন প্রাণভরে নারী-পুরুষ, শিশু-কিশোর ও বৃদ্ধ লাল শাপলার আকর্ষণে ছুটে আসছে এখানে। পাড়ে দাঁড়িয়ে দৃষ্টিনন্দন ও মনোমুগ্ধকর লাল শাপলার সৌন্দর্য দেখতে আসছে জেলার বিভিন্ন এলাকার মানুষ। রঘুনাথপুর দীননাথ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী অংকন বিশ্বাস বলেন, শীতের সকালে বিলের লাল শাপলাগুলো দেখতে খুব সুন্দর। প্রতিদিনই আমাদের এখানে অনেক লোকজন এই লাল শাপলার টানে ছুটে আসছে। নৌকায় করেও তারা শাপলা দেখতে যায় ক্ষেতে। পুরো বর্ষা মৌসুম থেকে শুরু করে শীত পর্যন্তই মানুষের আনাগোনায় বিলগুলো থাকবে মুখর। রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সরোজ কান্তি বিশ্বাস বলেন, ‘বিলে লাল শাপলার সৌন্দর্য তো আছেই অপরদিকে সবজি হিসেবে এই শাপলায় প্রচুর পুষ্টিগুণ রয়েছে। বাজারে লাল শাপলার চাহিদা থাকায় অনেকেই এটি বিক্রি করে সংসার চালাতে পারছে। এছাড়াও টুঙ্গিপাড়া উপজেলার জোয়ারিয়া, পাথরঘাটা, লেবুতলা, ডুমুরিয়া, তারাইল, গুয়াধানা, মুকসুদপুর উপজেলার চান্দারবিল, কাশিয়ানী উপজেলার নিজামকান্দি, ওড়াকান্দি ও কোটালীপাড়া উপজেলার ছত্তরকান্দার বিলে প্রচুর পরিমানে এই লাল শাপলা ফুটেছে বলে জানা গেছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist