মাগুরা প্রতিনিধি

  ১৮ সেপ্টেম্বর, ২০১৭

ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ

মাগুরা সদর হাসপাতালে উত্তেজনা

মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে গতকাল রোববার মনি মিয়া (৫৫) নামে এক ব্যক্তির ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ উঠেছে। এ অভিযোগে এলাকাবাসী ও রোগীর স্বজনের উপস্থিতিতে কিছু সময়ের জন্য হাসপাতাল ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে পুলিশ ও পৌর মেয়রের উপস্থিতি এবং হাসপাতাল কর্তৃপক্ষ দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। মৃত মনি মিয়া মাগুরা শহরতলির পারন্দুয়ালী বিশ্বাসপাড়ার আনসার বিশ্বাসের ছেলে। তিনি শহরের পুরাতন বাজারের একজন ব্যবসায়ী। মনি মিয়ার ছেলে রিমন বিশ্বাস অভিযোগ করেন, ডায়াবেটিক রোগে আক্রান্ত তার বাবাকে গত শনিবার রাতে হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল রোববার সকাল থেকে তার বাবা পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন। দুপুর ১২টার দিকে তিনি স্বজনদের সঙ্গে গল্প করছিলেন। এ সময় কার্ডিও চিকিৎসক রোকনুজ্জামানের দেওয়া ব্যবস্থাপত্র অনুযায়ী নার্স শিরীন পারভিন তার বাবার নাভীতে প্যাথেড্রিন নামে একটি ইনজেকশন পুশ করেন। এর কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান। হাতের শিরার পরিবর্তে নাভিতে ইনজেকশন দেওয়ার কারণে তার বাবার মৃত্যৃ হয়েছে বলে রিমন অভিযোগ করেন। এ সময় পুলিশ, পৌরমেয়র খুরশিদ হায়দার টুটুল ও স্থানীয় পৌর কাউন্সিলর আব্দুল কাদের গনি মোহন এসে পরিস্থিতি শান্ত করেন। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সুশান্ত বিশ্বাস ঘটনা তদন্তে মেডিসিন বিশেষজ্ঞ ডা. দেবাশিষ বিশ্বাসকে প্রধান করে ৭ দিনের সময় নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করেন এবং দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। মাগুরা সদর হাসপাতালের কার্ডিওলজি চিকিৎসক রোকনুজ্জামান বলেন, মনি মিয়ার ডায়াবেটিক, কিডনি ও হার্টের সমস্যা ছিল। ব্যবস্থাপত্র অনুযায়ী দায়িত্বরত নার্স রোগীর হাতে আইভিতে প্যাথেড্রিন ও ভারগন এবং নাভীতে পেরিনক্স ইনজেকশন দিয়েছেন। রোগীর স্বজনরা বলছেন, নার্স নাভিতে প্যাথেড্রিন ইনজেকশন দিয়েছেন। তাদের অভিযোগ সঠিক নয়। আর ইনজেকশন হাতে বা নাভিতে যেখানেই দেওয়া হোক তাতে রোগী মারা যাওয়ার কথা না। হার্ট অ্যাটাকে মনি মিয়ার মৃত্যুর ঘটনা ঘটতে পারে বলে তিনি মনে করেন। মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সুশান্ত কুমার বিশ্বসা জানান, সার্বিক বিষয়ে ৭ দিনের সময় দিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist