নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

  ১৮ জুন, ২০১৭

চেয়ারম্যানসহ ১২ জনের বিরুদ্ধে মামলা

বগুড়ার নন্দীগ্রামে চুরি করে রাস্তার গাছ কাটার অভিযোগে উপজেলার বুড়ইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নূর মোহাম্মদ এবং দুইজন বন কর্মকর্তাসহ ১২ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। উপজেলার বড়ইচড়া গ্রামের অটোভ্যানচালক মুকুল হোসেন শেখ বাদী হয়ে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গত ১৫ জুন এই মামলা দায়ের করেন। মামলায় ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ ছাড়াও উপজেলা বন কর্মকর্তা আইয়ুব আলী এবং সহকারী বন কর্মকর্তা এনামুল হকসহ অজ্ঞাতনামা ১২ জনকে আসামি করা হয়েছে। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, অভিযুক্ত আসামিরা গত ২ ও ৩ জুন বুড়ইল ইউনিয়নের আফুছাগাড়ী, দাসগ্রাম, বড়ইচড়া, বাঁশবাড়িয়া ও চ-িপুর সরকারি রাস্তার দু’পাশে লাগানো ২০টি আকাশমণি, ১৫টি শিশু এবং ২২টি ইউক্যালিপ্টাস গাছ চুরি করে কেটে নেয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist