আমতলী (বরগুনা) প্রতিনিধি

  ২০ জানুয়ারি, ২০১৭

আমতলীতে অগ্নিকান্ডে ছয় দোকান ভস্ম

আমতলীর সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে অগ্নিকা-ে ৬টি দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় ২০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কোহিনুর বের্ডিং স্টোরের তুলা ছাটাই মেশিনঘর থেকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে স্টুডিও ডটকম, বুলেট মাইক সার্ভিস, মায়ের দোয়া স্টোর ক্রীড়া সামগ্রী, সোহরাব হোসেনের চায়ের দোকান, আবুল মিয়ার ভাতের দোকান ও আরপাঙ্গাশিয়া ইউপির অস্থায়ী কার্যালয় পুড়ে যায়।

আমতলী উপজেলা ফায়ার সার্ভিসের গুদাম রক্ষক পরিদর্শক মো. হারুন অর রশিদ জানান, অগ্নিকা-ে তাৎক্ষণিক ১০ লাখ টাকার ক্ষতি নিরুপণ করা হয়েছে।

আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম দেলওয়ার হোসেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. নাজমুল আলম ও আমতলী পৌরসভার মেয়র মো. মতিয়ার রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist