উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

  ১২ আগস্ট, ২০২০

উল্লাপাড়ায় ভাতা বই পেলেন সেই বিধবারা

সিরাজগঞ্জের উল্লাপাড়ার সেই বিধবারা সরকারের ভাতা বই পেয়েছেন। উপজেলা সমাজসেবা বিভাগ থেকে গঙ্গারামপুর গ্রামের তিনজনের নামে নতুন বিধবা-ভাতা বই দেওয়া হয়েছে। তিন বিধবা হলেন বুলবুলি রূহিদাস (৬৫), ভারতী রূহিদাস (৬৫) ও রাধারাণী রূহিদাস (৫৭)। তাদের মধ্যে বুলবুলি রূহিদাস প্রায় ২৬ বছর ও প্রায় ২৫ বছর আগে ভারতী রূহিদাস বিধবা হন বলে জানা গেছে।

২০১৯ সালের ১৮ মে প্রতিদিনের সংবাদ পত্রিকায় ‘গরিব বিধবারা আর কবে ভাতা পাবেন’ শিরোনামে ছবিসহ একটি প্রতিবেদন ছাপা হয়। প্রতিবেদনটি প্রকাশের পর পদোন্নতি পেয়ে সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান খোঁজখবর নিয়ে তাদের বিধবা-ভাতা পাওয়ার জন্য উদ্যোগ নেন। উপজেলা প্রশাসনের উদ্যোগে তারা বিধবা-ভাতার বই হাতে পেয়েছেন।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবদুল মোতালিব বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টুনীর আওতায় বিভিন্ন ভাতা পাওয়ার যোগ্যদের সবাই পাবেন। কেউ বাদ থাকবেন না।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close