পটুয়াখালী প্রতিনিধি

  ৩০ মার্চ, ২০২০

পটুয়াখালীতে ২ বাড়ি লকডাউন

পটুয়াখালী শহর ও শহরতলীর দুটি বাড়ি লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। গতকাল রোববার দুপুরে বাড়ি দুটি লকডাউন করা হয়।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মাদ জাহাঙ্গীর আলম জানান, গত শনিবার বিকালে শহরের (মাদবরবাড়ী) ওই এলাকায় আ. রশিদ নামের ৬৫ বছরের এক বৃদ্ধ জন্ডিসসহ নানা সমস্যায় ভুগে নিজ গৃহে মারা যায়। পরবর্তী সময়ে স্থানীয়দের সন্দেহ হলে তার মৃত্যু করোনাভাইরাসে কি-না সেটা নিশ্চিত করার জন্য রাতে তার নমুনা সংগ্রহ করে ঢাকায় প্রেরণ করা হয়। পরে রাত ১০টায় তাকে পৌর গোরস্থানে দাফন সম্পন্ন হয়। রিপোর্ট না আসা পর্যন্ত আপদকালীন সময়ে ওই বাড়িটি জেলা প্রশাসনের নির্দেশক্রমে লকডাউন করা হয়।

অপরদিকে সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, সদর উপজেলার টাউন বহালগাছিয়া এলাকার জাকির হোসেন নামের এক ব্যক্তিকে গত শনিবার শেষ বিকালে পটুয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল থেকে বরিশাল শেবাচিমের আইসোলেশনে ভর্তির পর রাতে সে মারা যায়। যে কারণে তার বাড়ি লকডাউন করা হয়েছে।

বরিশাল মেডিকেলের পরিচালক ডা. মো. বাকির হোসেন জানান, তিনি শাসকষ্ট, জ্বর ও সর্দি-কাশি নিয়ে বরিশাল হাসপাতালে ভর্তি হয়েছিল তবে তার মৃত্যু করোনায় কি-না সেটা বলা যাচ্ছে না, কারণ বরিশালে করোনাভাইরাস পরীক্ষার কোনো ব্যবস্থা নেই।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close