বেনাপোল (যশোর) প্রতিনিধি

  ২০ জানুয়ারি, ২০২০

শার্শায় স্কুলব্যাগে মিলল ২ পিস স্বর্ণের বার

যশোরের শার্শায় দুই পিস স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। গত শনিবার সন্ধ্যার দিকে উপজেলার নাভারন রেলস্টেশন মোড় থেকে পরিত্যক্ত অবস্থায় একটি স্কুল ব্যাগ থেকে এ স্বর্ণের বার উদ্ধার করা হয়।

যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল চেকপোস্ট বিজিবি ক্যাম্পে কর্মরত নায়েব সুবেদার শহিদুল ইসলামের নেতৃত্বে বিজিবি’র একটি দল নাভারন স্টেশন মোড় এলাকায় অভিযান চালায়। অভিযানে পরিত্যক্ত অবস্থায় একটি লাল স্কুল ব্যাগ উদ্ধার করা হয়। পরে সেটা তল্লাশি করে তার মধ্যে ৬১৩.৫৯ গ্রাম ওজনের দুই পিস স্বর্ণের বার পাওয়া যায়। যার বাজার মূল্য ৩১ লাখ ৯৫ হাজার টাকা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close