প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১০ ডিসেম্বর, ২০১৯

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০১৯

দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান

‘আমরা দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ’ প্রতিপাদ্যকে নিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০১৯ পালিত হয়েছে। গতকাল সোমবার দিবসটি উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে র‌্যালি, মানববন্ধন, আলোচনা সভা, দুর্নীতি বিরোধী গণস্বাক্ষর, সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনা, জাতীয় পতাকা উত্তোলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবর-

গোপালগঞ্জ : গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় পৌরপার্কের শহীদ মিনারে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী শহিদুল ইসলাম শান্তি ও শুদ্ধতার প্রতীক পায়রা উড়িয়ে দিবসটির বিভিন্ন কর্মসূচীর উদ্বোধন ঘোষণা করেন। এসময় উপস্থিত ছিলেন এএসপি (সদর সার্কেল) মোহাম্মদ সানোয়ার হোসেন, ইউএনও সাদিকুর রহমান খান, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক চৌধূরী ইমরুল হাসান, অধ্যক্ষ টুটুল বিশ^াস, উপাধ্যক্ষ সতেন্দ্রনাথ মন্ডল, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এনামুল কবীর, সম্পাদক মিজানুর রহমান মানিক প্রমুখ।

জামালপুর : জামালপুরে দিবসটি উপলক্ষে জেলা শহরের বকুলতলায় মানববন্ধন আয়োজন করা হয়। মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। জেলা প্রশাসন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সচেতন নাগরিক কমিটির যৌথ উদ্যোগে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সনাক সভাপতি অধ্যাপক মীর আনছার আলী। সভায় স্বাগত বক্তব্য দেন জেলা দুপ্রক সভাপতি অধ্যাপক মাসুম আলম খান।

ঝিনাইদহ : ঝিনাইদহে দিবসটি উপলক্ষে পুরাতন ডিসি কোর্ট মুক্ত মঞ্চে এক আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, সিভিল সার্জন ডা. সেলিনা বেগম, এএসপি মিলু মিয়া বিশ্বাস, জেলা পরিষদ সচিব রেজাই রাফিন সরকার, এডিসি (সার্বিক) আরিফ উজ-জামান, জেলা আ.লীগের সম্পাদক ও পৌর মেয়র সাইদুল করিম মিন্টু, ইউএনও বদরুদ্দোজা শুভ প্রমুখ।

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে দিবসটি উপলক্ষে জেলা দুর্নীতি দমন কমিশন ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে র‌্যালি শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক আঞ্জন চন্দ্র পাল। এডিসি মোহাম্মদ সফিউজ্জামানের সভাপতিত্বে এতে বক্তব্য দেন লক্ষ্মীপুর সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর মাইন উদ্দিন পাঠান, প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মাহবুব মোহাম্মদ আলী, জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, এএসপি রিয়াজুল কবির প্রমুখ।

নড়াইল : নড়াইলে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি ম.ম. শফিউল্লাহর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন জেলা প্রশাসক আনজুমান আরা, জেলা আ.লীগের সভাপতি অ্যাড. সুবাস চন্দ্র বোস, এডিসি (সার্বিক) ইয়ারুল ইসলাম, এএসপি মাসুদ রানা, গণপুর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আহসান হাবীব, ইউএনও সালমা সেলিম, শহিদুল ইসলাম, কাজী হাফিজুর রহমান প্রমুখ।

নরসিংদী : নরসিংদীতে জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন। উপস্থিত ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর সূর্য্যকান্ত দাস ও সম্পাদক বশিরুল ইসলাম।

মেহেরপুর : মেহেরপুরে জেলা ও উপজেলা প্রশাসন এবং দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজনে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক মো. আতাউল গনি, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক তৌফিকুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, ইউএনও মাসুদুল আলম, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামিম আরা হীরা, উপজেলা ভাইস চেয়ারম্যান লতিফুন নেছা লতা প্রমুখ।

পটুয়াখালী : পটুয়াখালীতে জাতীয় ও দুদকের পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিবসটির উদ্বোধন করেন জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী। পরে জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে মানববন্ধনে বক্তব্য দেন কাজী কানিজ সুলতানা এমপি, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন এএসপি মাহফুজুর রহমান।

কালকিনি (মাদারীপুর) : মাদারীপুরের কালকিনিতে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আলোচনা ও মতবিনিময় সভায় ইউএনও আমিনুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অধ্যাপিকা তাহমিনা বেগম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম সরদার, কৃষি কর্মকর্তা মিল্টন বিশ্বাস প্রমুখ।

কমলগঞ্জ (মৌলভীবাজার) : মৌলভীবাজারের কমলগঞ্জে র‌্যালি শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও আশেকুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযুদ্ধা অধ্যপক রফিকুর রহমান। স্কাউট সম্পাদক মোসাহিদ আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা আ.লীগের সভাপতি আছলম ইকবাল মিলন।

কলমাকান্দা (নেত্রকোনা) : নেত্রকোনার কলমাকান্দায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তালুকদার, ইউএনও মো. জাকির হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা পপি রানী তালুকদার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিরুল ইসলাম, কামরুন নাহার প্রমুখ।

কয়রা (খুলনা) : খুলনার কয়রায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) নুর-ই আলম সিদ্দিকী। এতে স্বাগত বক্তব্য দেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবু দাউদ মোল্যা। বক্তব্য দেন কৃষি অফিসার এসএম মিজান মাহমুদ, প্রাণীসম্পদ অফিসার ডা. কাজী মুস্তাহিন বিল্লাহ প্রমুখ।

মনোহরগঞ্জ (কুমিল্লা) : কুমিল্লার লাকসাম ও মনোহরগঞ্জে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) উদ্যোগে দিবসটি পলিত হয়েছে। লাকসামে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইউএনও একেএম সাইফুল আলম। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সভাপতি মুজিবুর রহমান দুলালের সভাপতিত্বে এবং সম্পাদক আরঙ্গজেব খাঁন রুবেলের সঞ্চালনায় এতে বক্তব্য দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা গোলাম মেস্তফা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা প্রসাদ কুমার ভাওয়াল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এনায়েত উল্লাহ, প্রধান শিক্ষক কামাল হোসেন হেলাল। অন্যদিকে মনোহরগঞ্জে অনুষ্ঠানে বক্তব্য দেন ইউএনও সোহেল রানা, কুমিল্লা জেলা পরিষদের সদস্য মাষ্টার আবদুল কাইয়ুম চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ উল্লাহ, ওসি (তদন্ত) মাহবুবুল আলম, দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক হাজী সেলিম প্রমুখ।

মুরাদনগর (কুমিল্লা) : কুমিল্লার মুরাদনগর উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজনে সভাপতিত্ব করেন ইউএনও অভিষেক দাশ। প্রধান শিক্ষক ফরিদ উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ হারুন অর রশিদ, সহসভাপতি ও কোম্পানীগঞ্জ বিএ হাইস্কুলের প্রধান শিক্ষক মফিজ উদ্দিন।

মধুখালী (ফরিদপুর) : ফরিদপুরের মধুখালীতে ইউএনও মোস্তফা মনোয়ারের সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান ও আ.লীগের মধুখালী শাখা সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চু। আরও বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শান্তা রহমান, উপজেলা আ.লীগের সস্পদাক রেজাউল হক বকু, ভাইস চেয়ারম্যান মোহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ প্রমুখ।

মির্জাগঞ্জ (পটুয়াখালী) : পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজনে মানববন্ধনে প্রতিরোধ কমিটির সভাপতি মোতালেব হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন সাধারণ সম্পাদক অ্যাড. মাকছুদুর রহমান হাবিব ও সহসভাপতি গোলাম মোস্তফা খান প্রমুখ।

মোরেলগঞ্জ (বাগেরহাট) : বাগেরহাটের মোরেলগঞ্জে র‌্যালিতে নেতৃত্ব দেন ইউএনও কামরুজ্জামান। পরে শিক্ষার্থী সমাবেশে বক্তব্য দেন সহকারি কমিশনার (ভূমি) রঞ্জন চন্দ্র দে, ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান, শিক্ষা অফিসার জালাল উদ্দিন খান, অধ্যক্ষ ড. রুহুল আমিন ও সাংবাদিক রফিকুল ইসলাম মাসুম প্রমুখ।

নান্দাইল (ময়মনসিংহ) : ময়মনসিংহের নান্দাইলে উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে র‌্যালি ও মানববন্ধনে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন। পরে দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হাজী গাজী আব্দুস সালাম ভূইয়া বীর প্রতীকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আনোয়ারুল আবেদীন খান তুহিন এমপি। বক্তব্য দেন ইউএনও মুহাম্মদ আব্দুর রহিম সুজন, পৌর মেয়র রফিক উদ্দিন ভুইয়া প্রমুখ।

নাগেশ্বরী- ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের নাগেশ্বরীতে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার নুর আহমেদ মাছুম, এএসপি সার্কেল লুৎফর রহমান, সুব্রত কুমার ভট্টাচার্য, প্রভাষক রবিউল ইসলাম রবি প্রমুখ।

এদিকে কুড়িগ্রামের ভূরুঙ্গমারী প্রতিনিধি জানায়, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন, ইউএনও এস.এইচ.এম. মাগফুরুল হাসান আব্বাসী, প্রতিরোধ কমিটির সভাপতি প্রভাষক ওয়াজেদ আলী সরকার ও সম্পাদক প্রভাষক হাফিজুর রহমান মন্ডল প্রমুখ।

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আলোচনা সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির চেয়ারম্যান এস এম শাহজাদা খাদেমের সভাপতিত্বে বক্তব্য দেন ইউএনও তাহমিনা আক্তার রেইনা, কৃষি কর্মকর্তা শাহানা বেগম, জাহানারা হক মহিলা কলেজের অধ্যক্ষ মুহ. শাহজাহান মিয়া, অধ্যাপক আমানুল্লাহ মিয়া প্রমুখ।

ফুলবাড়িয়া- ভালুকা- গফরগাঁও- হালুয়াঘাট (ময়মনসিংহ) : ফুলবাড়ীয়ায় মানববন্ধন ও পথসভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব আমজাদ হোসাইনের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মালেক সরকার, ইউএনও আশরাফুল সিদ্দিক, পৌর মেয়র গোলাম মোস্তফা, ওসি ফিরোজ তালুকদার, উপজেলা প্রকৌশলী সালমান রহমান, প্রতিরোধ কমিটির সহসভাপতি পারভীন আখতার রেভা প্রমুখ।

এদিকে ভালুকা উপজেলা প্রতিনিধি জানান, উপজেলা চত্তরে দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও মাসুদ কামাল। বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান ড. সেলিনা রশিদ, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহিদা ফেরদৌসী প্রমুখ।

অন্যদিকে গফরগাঁও প্রতিনিধি জানান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুপ্রক সভাপতি ডা. কে. এম এহছান। প্রধান অতিথির বক্তব্য দেন ইউএনও কাজী মাহবুব উর রহমান।

এদিকে হালুয়াঘাট প্রতিনিধি জানান, উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে দুপ্রক সভাপতি ডা. হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সম্পাদক খোরশেদ আলম মুক্তার সঞ্চালনায় বক্তব্য দেন ইউএনও রেজাউল করিম, ভাইস চেয়ারম্যান শাখাওয়াত হোসেন ফকির, ভাইস চেয়ারম্যান ঝর্ণা ঘোষ, আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি কবিরুল ইসলাম বেগ প্রমুখ।

আত্রাই (নওগাঁ) : নওগাঁর আত্রাইয়ে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিটির উদ্যোগে র‌্যালিতে নেতৃত্ব দেন উপজেলা চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক ও ইউএনও ছানাউল ইসলাম। পরে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা দুপ্রকের সভাপতি এএফএম মুনসুর রহমান, ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম প্রমুখ।

বেনাপোল (যশোর) : যশোরের বেনাপোলে দিবসটি উপলক্ষে মানববন্ধনে অংশ নেন শার্শা ইউএনও পুলক কুমার মন্ডল, পৌর মেয়র আশরাফুল আলম লিটন, বেনাপোল কাস্টম হাউজের সহকারী কমিশনার উত্তম কুমার চাকমা, বেনাপোল বন্দরের উপ-পরিচালক আতিকুর রহমান, ওসি আতাউর রহমান, এসআই মাসুম প্রমুখ।

ভান্ডারিয়া (পিরোজপুর) : পিরোজপুরের ভান্ডারিয়ায় দিবসটি উপলক্ষে আলোচনা সভায় উপজেলা দুপ্রকের সভাপতি আব্দুর রশিদ মাষ্টারের সভাপতিত্বে বক্তব্য দেন ইউএনও নাজমুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান মসিউর রহমান মৃধা, ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, মাধ্যমিক শিক্ষা অফিসার জহিরুল আলম, আ.লীগের সভাপতি ফাইজুর রশীদ খশরু, ইউপি চেয়ারম্যান এনামুল কবির পান্না প্রমুখ।

বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে দিবসটি উপলক্ষে আলোচনা সভায় ইউএনও ঝোটন চন্দের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা আ.লীগের সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহিম প্রমুখ।

আটোয়ারী (পঞ্চগড়) : পঞ্চগড়ের আটোয়ারীতে দিবসটি উপলক্ষে মানববন্ধনে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তৌহিদুল আলম চৌধুরী। প্রেস ক্লাবের সভাপতি ইউসুফ আলীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান তৌহিদুল ইসলাম। আরও বক্তব্য দেন ইউএনও (অতি. দা.) সৈয়দ মাহমুদ হাসান, ওসি ইজার উদ্দীন, উপজেলা প্রকৌশলী আব্দুল মালেক মন্ডল প্রমুখ।

ফকিরহাট (বাগেরহাট) : বাগেরহাটের ফকিরহাটে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও শাহানাজ পারভীন। স্বাগত বক্তব্য দেন দুপ্রকের সম্পাদক প্রধান শিক্ষক মল্লিক আ. সাত্তার।

গঙ্গাচড়া (রংপুর) : রংপুরের গঙ্গাচড়ায় দিবসটি উপলক্ষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন। পরে ইউএনও তাসলীমা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল, ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, সহকারী কমিশনার (ভূমি) নাইম হাসান খান প্রমুখ।

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) : গাইবান্ধার গোবিন্দগঞ্জে দিবসটি উপলক্ষে আলোচনা সভা প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অ্যাড. আলাউদ্দিন সরকারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ইউএনও রামকৃষ্ণ বর্মন, ওসি একেএম মেহেদী হাসান, উপজেলা প্রকৌশলী আব্দুল লতিফ, জহিরুল ইসলাম প্রমুখ।

হাটহাজারী (চট্টগ্রাম) : চট্টগ্রামের হাটহাজারীতে দিবসটি উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন দুপ্রকের সভাপতি অ্যাড. মোহাম্মদ আলী। প্রধান অতিথি ছিলেন ইউএনও মোহাম্মদ রুহুল আমীন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাসেক ও মোক্তার বেগম মুক্তা, স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এস এম ইমতিয়াজ হোসাইন, অধ্যক্ষ মির কফিল উদ্দিন, প্রেসক্লাব সভাপতি কেশব কুমার বড়–য়া, ওসি (তদন্ত) তৌহিদুল করিম প্রমুখ।

নবাবগঞ্জ (ঢাকা) : ঢাকার নবাবগঞ্জে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে র‌্যালিতে উপস্থিত ছিলেন ইউএনও এইচ এম সালাউদ্দীন মনজু, দুপ্রকের সভাপতি মানবেন্দ্র দত্ত, উপজেলা আ.লীগের সম্পাদক জালাল উদ্দিন, উপজেলা প্রকৌশলী আনোয়ার হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেসমিন আহম্মেদ প্রমুখ।

পাইকগাছা (খুলনা) : খুলনার পাইকগাছায় দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আলোচনা সভায় ইউএনও জুলিয়া সুকায়নার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী। বক্তব্য দেন উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, দুপ্রকের সভাপতি অ্যাড. শেখ লোকমান হোসেন, সম্পাদক জিএমএম আজাহারুল ইসলাম, অধ্যক্ষ হরেকৃষ্ণ দাশ প্রমুখ।

শিবচর ( মাদারীপুর) : মাদারীপুরের শিবচরে দিবসটি উপলক্ষে বেলুন উড়িয়ে কর্মসূচীর উদ্বোধন করেন ইউএনও আসাদুজ্জামান। আলোচনা সভায় দুপ্রকের সভাপতি আলী আকবর খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সামসুদ্দিন খান।

সুজানগর (পাবনা) : পাবনার সুজানগরে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ইউএনও সুজিৎ দেবনাথের সভাপতিত্বে এবং প্রতিরোধ কমিটির সম্পাদক এম এ আলিম রিপনের সঞ্চালনায় আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। বক্তব্য দেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা মশিউর রহমান মিয়া, প্রেসক্লাবের সভাপতি শাহজাহান আলী, শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close