পলাশ (নরসিংদী) প্রতিনিধি

  ১২ অক্টোবর, ২০১৯

পলাশে স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন আজ

দীর্ঘ ১৬ বছর পর নরসিংদীর পলাশ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন আজ শনিবার বিকাল তিনটায় উপজেলা আধুনিক মাল্টিপারপাস অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে। পলাশ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ২০০৩ সালে। সম্মেলনের মাধ্যমে ওবায়দুল কবির মৃধা সভাপতি ও আনোয়ার হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। এরপর কেটে গেছে দেড় দশকের বেশি সময়। নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক এখন সক্রিয় উপজেলা আ.লীগের কমিটিতে। দীর্ঘদিন ধরে ভারপ্রাপ্ত দিয়েই নামেমাত্র চলে আসছিল উপজেলা স্বেচ্ছাসেবক লীগ।

উপজেলা স্বেচ্ছাসেবকলীগকে সুসংগঠিত করতে ২০১৮ সালে আনোয়ার হোসেন আনুকে আহ্বায়ক ও বি.এম. আওলাদ হোসেন শেখরকে সদস্য সচিব করে ১৩ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করে দেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ডা. আনোয়ারুল আশরাফ খান দিলিপ। এই আহ্বায়ক কমিটির মাধ্যমেই ইতোমধ্যে চারটি ইউনিয়নে ও একটি পৌরসভার আহ্বায়ক কমিটি গঠন করে ওয়ার্ড পর্যায়ে প্রায় সবগুলো কমিটি গঠন করা হয়েছে। দীর্ঘ ১৬ বছর পর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। জানা গেছে, সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সংসদ সদস্য ও পলাশ উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব ডা. আনোয়ারুল আশরাফ খান দিলিপ। এছাড়া উপস্থিত থাকবেন স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আ. আলীম বেপারী, পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, পৌর মেয়র শরিফুল হক, উপজেলা আ.লীগের সম্পাদক ওবায়দুল কবির মৃধা, নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দিপু মাহমুদ, সম্পাদক বাবু রঞ্জন কুমার সাহা প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close