মানিকগঞ্জ প্রতিনিধি

  ১১ অক্টোবর, ২০১৯

মানিকগঞ্জে শিশু অপহরণ মামলায় যুবকের যাজ্জীবন

মানিকগঞ্জের পৌর এলাকার কান্দাপৌলী গ্রাম থেকে শিশু মো. সাইমকে (৪) অপহরণ মামলায় একজনের যাজ্জীবন এবং ৫০ হাজার টাকা অর্থদন্ডের আদেশ দিয়েছেন আদালত। একই আদেশে অপর চার আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাশ দেওয়া হয়। দন্ডপ্রাপ্ত লিমন পটুয়াখালীর দুমকী উপজেলার দক্ষিণ পাঙ্গাসিয়ার গ্রামের মো. শাহজাহান হাওলাদারের ছেলে। গতকাল বৃহস্পতিবার দুপুরে আসামিদের অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করেন জেলা ও দায়রা জজ মোহাম্মদ আলী হোসাইন।

পিপি অ্যাড. নূরুল হুদা রুবেল জানান, আতœীয়তার সূত্র ধরে লিমন ২০১৪ সালের ২৯ এপ্রিল মানিকগঞ্জ সদর উপজেলার কান্দাপৌলী গ্রামের চায়না বেগমের বাড়িতে যায়। ওই দিন বিকাল ৫টার দিকে চায়না বেগমের ছেলে সাইমকে বাড়ী থেকে বেড়ানোর কথা বলে লিমন ঢাকার আশুলিয়ায় অজ্ঞাত স্থানে আটকে রাখে। পরে লিমন সাইমের পরিবারের কাছে ফোন করে ৩০ হাজার টাকা মুক্তিপন দাবি করে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close