কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

  ১০ অক্টোবর, ২০১৯

কটিয়াদীতে ভুয়া ম্যাজিস্ট্রেট ও দুই সাংবাদিক আটক

কিশোরগঞ্জের কটিয়াদীতে ভুয়া পরিচয়দানকারী এক ম্যাজিস্ট্রেট ও দুইজন সাংবাদিককে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার করগাঁও ইউনিয়নের উত্তর ভাট্টা শকুন বাড়ি মোড় থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা জসিম উদ্দিন (৩৫), মাসুদুুল ইসলাম সবুজ (৪০), ও কাউসার (৪৫)। গতকাল বুধবার আটককৃতদের কিশোরগঞ্জ জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ। এ ঘটনায় উপজেলার করগাঁও এলাকার ব্যবসায়ী কবির উদ্দিন কটিয়াদী থানায় একটি মামলা করেছেন।

জানা যায়, মঙ্গলবার বিকালে উপজেলার করগাঁও ইউনিয়নের উত্তর ভাট্টা বাজারের রড সিমেন্টের দোকান মালিক কবীর উদ্দিনের নিকট নানা টালবাহানা করে এক হাজার টাকা হাতিয়ে নেয়। পরে পার্শ্ববর্তী একটি ওষুধের দোকানে গিয়ে ভেজাল ও যৌন উত্তেজনক ওষুধ আছে বলে মোটা অংকের টাকা দাবি করে আটককৃত প্রতারকরা। তাদের কথাবার্তায় সন্দেহ হলে তাদের পরিচয় জানতে চান দোকান মালিক। তারা পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হয়। পরে স্থানীয় জনতা তাদেরকে আটক করে ইউপি চেয়ারম্যানকে বিষয়টি জানায়। ইউপি চেয়ারম্যান শরাফ উদ্দিন লস্কর ভাট্টা পুলিশ ফাঁড়িতে সংবাদ দিলে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে। আটকের সময় তাদের কাছ থেকে একটি মাইক্রোফোন, একটি ক্যামেরা, তিনটি মোবাইল ও এক হাজার টাকা জব্দ করা হয়। কটিয়াদী থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close