বশেমুরবিপ্রবি প্রতিনিধি

  ০৯ অক্টোবর, ২০১৯

বশেমুরবিপ্রবির শিক্ষাকার্যক্রম শুরু আজ

পূজার ছুটি শেষে আজ থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। বিশ্ববিদ্যালয়ের চলতি উপাচার্য ড. মো. শাহজাহান বিষয়টি নিশ্চিত করছেন।

প্রায় সাত দিন উপাচার্য বিহীন থাকার পর গত সোমবার শিক্ষা মন্ত্রণালয় থেকে ড. মো. শাহজাহানকে উপাচার্যের চলতি দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়টির ইলেক্ট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগের অধ্যাপক।

এ বিষয়ে ড. মো. শাহজাহান জানান, তিনি ইতিমধ্যেই সকল বিভাগের চেয়ারম্যানকে আগামীকাল থেকে শিক্ষা কার্যক্রম শুরু করার নির্দেশনা দিয়েছেন। এছাড়া ছাত্র আন্দোলনের ফলে যে সকল ক্লাস পরীক্ষা বন্ধ ছিলো সেসকল ক্লাস পরীক্ষার বিষয়েও আগামীকাল সকল বিভাগের চেয়ারম্যানদের সঙ্গে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close