কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

  ০৭ অক্টোবর, ২০১৯

সড়কে বিদ্যুতের খুঁটি রেখে ঢালাই প্রস্তুতি

গাজীপুরের কালীগঞ্জে সড়কে পল্লী বিদ্যুতের খুঁটি রেখেই চলছে আরসিসি ঢালাইয়ের প্রস্তুতি। গতকাল রোববার পৌর এলাকার খেয়াঘাট-ভাদার্ত্তী (পুরাতন এস.আর অফিস) সড়কে এমনই দৃশ্য চোখে পড়ে। স্থানীয়রা জানান, দীর্ঘদিনের প্রত্যাশা অনুযায়ী উপজেলার খেয়াঘাট-ভাদার্ত্তী (পুরাতন এস.আর অফিস) সড়কটির নির্মাণ কাজ হচ্ছে। কিন্তু বিদ্যুতের খুঁটি রাস্তায় রেখে ঢালাইয়ের প্রস্তুতি নেয়ায় স্থানীয়দের শঙ্কিত করে তুলেছে। কারণ এই সড়ক দিয়ে দৈনিক শত শত যানবাহন চলাচল করে। আর ওই সড়কে চলাচলকারী কোন যানবাহন যদি পল্লী বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে দূর্ঘটনার শিকার হয়, তাহলে স্থানীয় এবং আশপাশের ব্যবসা প্রতিষ্ঠানে ঘটতে পারে বড় ধরণের ঙ্গুর্ঘটনা। কাজেই রাস্তা নির্মাণ সংশ্লিষ্টদের কাছে স্থানীয়দের দাবি বিষয়টি মিমাংসা করে সড়কে ঢালাই দেওয়া হউক। এ ব্যাপারে ঠিকাদার উপজেলা যুবলীগের সহসভাপতি ও তুমলিয়া ইউপি সদস্য মাহফুজুর রহমান জানান, বিষয়টি নিয়ে কালীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলীর সঙ্গে কথা বলেছি।

কালীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী মো. হুমায়ুন কবির জানান, আমরা পৌরসভার পক্ষ থেকে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ কালীগঞ্জ জোনাল অফিস ডেপুটি জেনারেল ম্যানেজার বরাবর গত ২ অক্টোবর আবেদন করেছি। ব্যবস্থা গ্রহনের আগে কেন ঢালাই দেওয়া হচ্ছে এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পরে পল্লী বিদ্যুত ব্যবস্থা নিলে ফাঁকা জায়গায় ঢালাই দিয়ে দেওয়া হবে।

গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ কালীগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আকিয়াব হোসেন আবেদন পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টির ক্ষেত্রে নিয়ম হচ্ছে ব্যক্তি উদ্যোগে বিদ্যুতের খুঁটি হস্থান্তর করতে চাইলে তিনি খরচ দিবেন পল্লী বিদ্যুৎ সহযোগীতা করবে। আর সরকারী ক্ষেত্রে যে প্রজেক্টে কাজ হবে তার অর্ন্তভূক্ত করতে হবে। তবে এটা স্থানীয়ভাবে হয় না। গাজীপুরে তাদের আবেদন পাঠানো হবে সেখান থেকে অনুমোদন দিবে। তবে তিনি আশা করছেন ১/২ দিনের মধ্যে ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close