প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ০৭ অক্টোবর, ২০১৯

শিশুর প্রথম দলিল

১৮ নাগরিক সুবিধা দেবে জন্মনিবন্ধন

জাতীয় জন্মনিবন্ধন দিবস

‘জন্মসনদ শিশুর অধিকার, বাস্তবায়নে দায়িত্ব সবার’ প্রতিপাদ্যে গতকাল রোববার দেশের বিভিন্ন স্থানে জাতীয় জন্মনিবন্ধন দিবস পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল র‌্যালি, আলোচনা সভা। জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, স্থানীয় সরকারের অধিদফতরের সহায়তায় এই কর্মসূচি পালিত হয়।

খুলনায় অনুষ্ঠিত সভায় বক্তরা বলেন, নাগরিক অধিকার রক্ষায় জন্মনিবন্ধন শিশুর প্রথম দলিল। শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে তার জন্মনিবন্ধন নিশ্চিত করতে হবে। স্কুলে ভর্তি, টিকা গ্রহণ, ব্যাংকে অ্যাকাউন্ট খোলাসহ ১৮টি গুরুত্বপূর্ণ সেবা নিতে জন্ম সনদ লাগে। এ ছাড়া এসডিজির লক্ষ্য পূরণের সঙ্গেও জন্মনিবন্ধন গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বক্তারা স্বাস্থ্য কর্মী ও অভিভাবকদের শিশুর জন্মনিবন্ধন করার বিষয়ে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।

খুলনা : খুলনায় র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে জন্ম নিবন্ধন দিবস পালিত হয়েছে। গতকাল সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ইশরাত জাহান। এতে বক্তব্য দেন খুলনা এডিসি (সার্বিক) জিয়াউর রহমান ও ইউনিসেফের চাইল্ড প্রোটেকশন অফিসার মুমিনুন নেছা।

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে র‌্যালি পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। এডিসি (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. মো. আশফাকুর রহমান মামুন, সদর ইউএনও শফিকুর রিদোয়ান আরমান শাকিল প্রমুখ।

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে জেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি শেষে শহীদ এম সামছুদ্দীন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন জেলা প্রশাসক ড. ফারুক আহমেদ, এডিসি (সার্বিক) ফিরোজ মাহমুদ, সহকারী কমিশনার ইসরাত জাহান, মনিটরিং অফিসার মিজানুর রহমান, সদর ইউএনও সরকার মো. রায়হান, উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, প্রেস কøাব সভাপতি হেলাল উদ্দিন প্রমুখ।

ভোলা : জেলা প্রশাসনের আয়োজনে এবং ইউনিসেফের সহযোগিতায় ভোলায় বর্ণাঢ্য র‌্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় স্থানীয় সরকার উপপরিচালক মাহমুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক। বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডা. রথীন্দ্রনাথ মজুমদার, ইউনিসেফের এলসিবিসি প্রতিনিধি আবদুস সালাম, কোস্ট ট্রাস্টের (আইইসিএম) প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মিজানুর রহমান। এ সময় সদর উপজেলার বিভিন্ন ইউপি প্রতিনিধি, শিক্ষক, ক্লাব সদস্য সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

মাদারগঞ্জ (জামালপুর) : জামালপুরের মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি শেষে আলোচনার সভাপত্বি করেন ইউএনও আমিনুল ইসলাম। এতে বক্তব্য দেন সাবেক মুক্তিযোদ্ধা কমন্ডার আবু বক্কর সিদ্দিক, নুরুন্নাহার মির্জা কাশেম মহিলা কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম, ইউপি সচিব রেজওয়ান পারভেজ, ফরিদুল ইসলাম, আল আমিন, আশরাফুল ইসলাম, তোজাম্মেল হক, মিজানুর রহমান প্রমুখ।

মাধবপুর (হবিগঞ্জ) : হবিগঞ্জের মাধবপুরে গতকাল সকালে দিবসটি উপলক্ষে ইউএনও তাসনূভা নাশতারানের নেতৃত্বে শোভাযাত্রা ঢাকা-সিলেট মহাসড়কসহ শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইশতিয়াক আল মামুন, কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান ফারুক পাঠান, প্রেসক্লাব সেক্রেটারি সাব্বির হাসান, একটি বাড়ি খামারের সমন্বয়কারী পারভিন আক্তার।

সিংগাইর (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের সিংগাইরে উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল সকালে পৌর কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহনে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ইউএনও রাহেলা রহমত উল্লাহ্, উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. মুশফিকুর রহমান খান হান্নান, পৌর মেয়র অ্যাড. মো. খোরশেদ আলম ভূইয়া জয়, প্যানেল মেয়র মো.সমেজ উদ্দিন, উপজেলা সমাজসেবা অফিসার মো. আব্দুল আলীমসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিল।

পুঠিয়া (রাজশাহী) : রাজশাহী পুঠিয়া গতকাল র‌্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে ইউএনও’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জিএম হিরা বাচ্চু। এতে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মতিন মুকুল, মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী রহমান, অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম, জিউপাড়া ইউপি চেয়ারম্যান হোসনেয়ার বেগম, ভালুকগাছি ইউপি চেয়ারম্যান তাকবির হাসান, সিনিয়র মৎস্য কর্মকর্তা ওমর আলী, যুব উন্নয়ন অফিসার মিনা ইসলাম, সমাজসেবা অফিসার ওবাইদুর রহমান, মহিলা বিষয়ক অফিসার ডালিয়া পারভিন প্রমুখ।

বীরগঞ্জ (দিনাজপুর) : দিনাজপুরের বীরগঞ্জে গতকাল সকালে দিবসটি উপলক্ষে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলামের একটি র‌্যালি পৌর শহরের প্রধান প্রধান শহর প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হল রুমে ইউএনও মো. ইয়ামিন হোসেনের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন উপজেলা শিক্ষা অফিসার মো. এরশাদুল হক মানিক, সহকারী শিক্ষা অফিসার মো. নাজিম উদ্দিন, সাংবাদিক মো. সিদ্দিক হোসেন, উত্তম শর্মা, বিকাশ ঘোষ, আব্দুল জলিলসহ পৌরসভা ও ১১টি ইউনিয়নের তথ্য সেবা কেন্দ্রের উদ্ব্যোক্তারা।

আত্রাই (নওগাঁ) : নওগাঁর আত্রাই উপজেলা প্রশাসনের আয়োজন ও স্থানীয় সরকারের তত্ত্বাবধানে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ হল রুমে ইউএনও মো. ছানাউল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান এবাদুর রহমান, এসিল্যান্ড মো. আরিফ মুর্শেদ মিশু, ওসি মো. মোসলেম উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুস ছালাম, প্রাথমিক শিক্ষা অফিসার মো. জিল্লুর রহমান, উপজেলা আ.লীগের সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল প্রমুখ।

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী আলহাজ্ব মনোয়ার হোসেন চৌধুরী।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে ভারপ্রাপ্ত ইউএনও নাজির হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও আ.লীগের যুগ্ম-সম্পাদক আব্দুল লতিফ প্রধান, উপজেলা প্রকৌশলী আব্দুল লতিফ, থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, আ.লীগের যুগ্ম-সম্পাদক মিয়া মো. আসাদুজ্জামান হিরু, দরবস্ত ইউপি চেয়ারম্যান আ.র.ম শরিফুল ইসলাম জর্জসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নান্দাইল (ময়মনসিংহ) : ময়মনসিংহের নান্দাইল বর্ণাঢ্য র‌্যালি শেষে ইউএনও মুহাম্মদ আব্দুর রহিম সুজনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন নান্দাইল মডেল থানার ওসি তদন্ত আবুল হাসেম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রুকন উদ্দিন আহম্মদ, ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন ও আবু বক্কর সিদ্দিক, সমাজ সেবা অফিসার ইনসান আলী, বিভিন্ন ইউপি’র সদস্য বৃন্দ, ইউপি সচিব, সাংবাদিক বৃন্দ প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close