ঠাকুরগাঁও প্রতিনিধি

  ২৪ সেপ্টেম্বর, ২০১৯

ঠাকুরগাঁওয়ে সমাবেশ

ওষুধের পাতায় মূল্য সংযোজন ও স্পষ্টাক্ষরে প্রেসক্রিপশন দাবি

ওষুধের পাতায় মূল্য সংযোজন ও চিকিৎসকদের দেওয়া ব্যবস্থাপত্র (প্রেসক্রিপশন) স্পষ্টাক্ষরে লেখার দাবিতে ঠাকুরগাঁওয়ে সমাবেশ করেছেন স্থানীয়রা। পরে জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিমের বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। এর আগে মানববন্ধন করেন তারা। গতকাল সোমবার সকালে ‘দুর্নীতি, অনিয়ম রুখবই, সোনার বাংলা গড়বই’ সেøাগানে ‘জাগ্রত শিক্ষক ও জনতা’ জেলা শাখার ব্যানারে শহরের চৌরাস্তা মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী কর্মসূচিতে সংগঠনের জেলার শাখার নেতারা ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।

সমাবেশ বক্তব্য দেন সংঠনের জেলার শাখার সভাপতি জুলফিকার আলী, সম্পাদক জাকির হোসেন মিলন, সহসম্পাদক জাকির হেসেন, যুগ্ম সম্পাদক ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, প্রচার সম্পাদক রিমা খান। এছাড়া বক্তব্য দেন ছাত্র জনতা জেলা শাখার সম্পাদক ইমরান মাহমুদ ইমি প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close