জামালপুর প্রতিনিধি

  ১০ সেপ্টেম্বর, ২০১৯

বকেয়া টাকা পরিশোধের দাবিতে পাট ব্যবসায়ীদের স্মারকলিপি

বাংলাদেশ জুট মিলস্ করপোরেশনের (বিজেএমসি) কাছে বকেয়া ৫০ কোটি টাকা পরিশোধের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেছে জামালপুর জেলা পাট ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।

গতকাল সোমবার বেলা ১২টার দিকে ব্যবসায়ীরা পাটের বকেয়া টাকা পরিশোধ করার দাবিতে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পাট ব্যবসায়ী সমিতির সভাপতি হাবিবুর রহমান হবি, সম্পাদক নজরুল ইসলাম, চেম্বার অব কমার্স’র সিনিয়র সহসভাপতি ইকরামুল হক নবীন, রঞ্জন কুমার সিংহ, পাট ব্যবসায়ী আমজাদ হোসেন, আনোয়ার উদ্দিন প্রমুখ।

স্মারকলিপি প্রদান শেষে মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, বিজেএমসি’র কাছে তিন বছর ধরে জামালপুর জেলা পাট ব্যবসায়ী সমিতির প্রায় ৫০ কোটি টাকা বকেয়া পড়ে আছে। শুধু জামালপুরেই নয়, সারাদেশে হাজার হাজার পাট ব্যবসায়ীদের প্রায় ৬০০ কোটি টাকা বকেয়া রয়েছে বিজেএমসি’র কাছে। এতে করে ছোট-বড় পাট ব্যবসায়ীরা পুঁজি শুন্য হয়ে মানবেতর জীবন-যাপন করছেন। সারাদেশে হাজার হাজার পাট ব্যবসায়ী দেউলিয়া হয়ে এখন পথে বসেছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close