পটুয়াখালী প্রতিনিধি

  ১১ জুলাই, ২০১৯

‘মাদকমুক্ত সমাজ গড়তে সুশীলসমাজের সচেতন হতে হবে’

বরিশাল বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস বলেছেন, মাদকমুক্ত সমাজ গড়তে সুশীলসমাজের নেতাদের সবার আগে এগিয়ে আসতে হবে। তাদের সচেতন হবে হবে। তাহলে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ, যৌন হয়রানি, মানব পাচার দেশ থেকে মুছে যাবে।

গতকাল বুধবার পটুয়াখালীর দুমকি উপজেলা প্রশাসনের উদ্যোগে সুধীজনের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন দুমকি উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. মো. হারুন অর রশিদ হাওলাদার। স্বাগত বক্তব্য দেন ইউএনও শংকর কুমার বিশ্বাস। এ সময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের প্রধানগণ, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সথানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close