নারায়ণগঞ্জ প্রতিনিধি

  ১০ জুলাই, ২০১৯

সিদ্ধিরগঞ্জে ২ ভুয়া ডাক্তার গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ‘পপুলার হসপিটাল এন্ড ডিজিটাল ল্যাব’র দুই ভুয়া ডাক্তারকে গ্রেফতার করেছে র‌্যাব-১১’র সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে প্রেসক্রিপশন, বিভিন্ন প্যাথোলজিক্যাল রিপোর্ট, এক্স-রে রিপোর্ট ও আল্ট্রাসনো রিপোর্ট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো কামাল হোসেন (৪৩) এবং মায়া বেগম (৩৬)। কামাল হোসেন পপুলার হসপিটাল এন্ড ডিজিটাল ল্যাবের ব্যবস্থাপনা পরিচালক ও মায়া বেগম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। গতকাল মঙ্গলবার দুপুরে র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দীন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত সোমবার রাত সাড়ে নয়টায় গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে চিটাগাংরোডে অবস্থিত হাজী রজ্জব আলী সুপার মার্কেটের ৩য় তলায় ‘পপুলার হসপিটাল এন্ড ডিজিটাল ল্যাব’ এ রোগী দেখার সময় দুই ভুয়া ডাক্তারকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, প্রায় ২ বছর যাবৎ কোন সরকারি অনুমোদন না নিয়েই পপুলার হসপিটাল এন্ড ডিজিটাল ল্যাব পরিচালনা করে আসছিলো তারা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close