ভোলা প্রতিনিধি

  ১৯ জুন, ২০১৯

জেলা ছাত্রলীগের নতুন কমিটির দাবিতে বিক্ষোভ

ভোলা জেলা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগের পদপ্রত্যাশী নেতাকর্মীরা। গতকাল মঙ্গলবার সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে সমাবেশে বক্তব্য দেন ভোলা পলিটেকনিক ছাত্রলীগের সাবেক সভাপতি নেওয়াজ শরীফ কুতুব, জেলা ছাত্রলীগ সভাপতি প্রার্থী জাকারিয়া হোসেন অমি, সাবেক সাংগঠনিক সম্পাদক হিমেল মাহমুদ প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, ছাত্রলীগের গঠনতন্ত্র অনুসারে জেলা কমিটির মেয়াদ এক বছর। বর্তমানে ভোলা জেলা ছাত্রলীগ কমিটি চার বছর অতিক্রম করছে। বক্তারা আরো বলেন, জেলা ছাত্রলীগের সভাপতি ইব্রাহীম চৌধুরী পাপনসহ ১০ সদস্যবিশিষ্ট ওই কমিটির অধিকাংশ নেতাই বিবাহিত এবং ঠিকাদারি ব্যবসার সঙ্গে জড়িত। সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদ কয়েকটি অপকর্মের অভিযোগে অভিযুক্ত। এ রকম পরিস্থিতিতে ভোলার ছাত্রলীগের নেতাকর্মীরা কোনোভাবেই এই অভিযুক্ত ও মেয়াদোত্তীর্ণ কমিটি মেনে নিতে পারে না। বক্তারা সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমপি, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীসহ জেলা আওয়ামী লীগের নেতাদের দৃষ্টি আকর্ষণ করে অচিরেই জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্তি করে নতুন কমিটির দাবি জানান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close