গাজীপুর প্রতিনিধি

  ১২ জুন, ২০১৯

প্রতিবাদে স্মারকলিপি পেশ

গাজীপুরে পল্লী বিদ্যুতের প্রিপেইড মিটারে ভোগান্তি

গাজীপুরে পল্লীবিদ্যুতের প্রিপেইড মিটার স্থাপনে সৃষ্ট সমস্যা ও বিড়ম্বনা নিরসনে ব্যবস্থা গ্রহণে জন্য জেলা প্রশাসকে স্মারকলিপি প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে গাজীপুর নাগরিক ফোরামের উদ্যোগে এই স্মারকলিপি দেয়া হয়।

স্মারকলিপিতে ১৫ দিনের মধ্যে প্রিপেইড মিটার তুলে নেয়া, প্রিপেইড মিটার চলমান থাকা অবস্থায় যত টাকা গ্রাহকদের বেশী খরচ হয়েছে তা ফেরত দেয়া, পল্লীবিদ্যুতের গ্রাহকরাই যদি সমিতির মালিক হয় তবে কোন কিছু চাপিয়ে দেয়ার আগে গ্রাহকদের সাথে মতবিনিময় করা, আগামীতে পবিস কোন সেবা চালু করার পূর্বে অবশ্যই গ্রাহকদের সাথে আলোচনা করে তাদের সিদ্ধান্ত নেয়ার ৪ দাবি জানানো হয়। গাজীপুর নাগরিক ফোরামের আহবায়ক অ্যাড. জালাল উদ্দিন জানান, গাজীপুর পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর আওতাধীন গ্রাহকদের সম্প্রতি প্রিপেইড মিটার স্থাপন কার্যক্রম শুরু করেছে। ইতোমধ্যে অনেক গ্রাহকই প্রিপেইড মিটার পেয়েছেন। পূর্বে স্থাপিত ডিজিটাল মিটার নিয়েই যেখানে গ্রাহকদের অভিযোগের অন্ত ছিল না। সেই অভিযোগের সমাধান না করে কোন পূর্ব প্রস্তুতি ছাড়াই প্রিপেইড মিটার স্থাপন কার্যক্রম চলছে। বর্তমান প্রিপেইড মিটারে পূর্বের মিটারের প্রায় আড়াই গুণ বেশী বিল হচ্ছে। জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীরের নিকট স্মারক লিপি প্রদানের সময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন নাগরিক ফোরামের যুগ্ম আহবায়ক মো. মনির হোসেন, সদস্য সচিব এ এন এম মুনীর হোসাইন মোল্লাসহ পল্লী বিদ্যুতে গ্রাহকরা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close