প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২৬ মে, ২০১৯

১২০তম নজরুলজয়ন্তী উদ্‌যাপিত

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২০তম জন্মবার্ষিকী বিভিন্ন স্থানে উদযাপিত হয়েছে। প্রতিনিধিদের পাঠান খবর:

জাককানইবি : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) তিন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল শনিবার সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয়। পরে উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় মূখ্য আলোচক হিসেবে ছিলেন বাংলাদেশ ও ভারত বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদের সম্পাদক কামরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার অধ্যাপক মো. জালাল উদ্দিন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সুব্রত কুমার দে। স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক ড. নজরুল ইসলাম। আলোচক হিসেবে ছিলেন কর্মকর্তা পরিষদের সভাপতি মো. মোকারেরম হোসেন মাসুম। সঞ্চালনায় ছিলেন ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজের উপ-পরিচালক রাশেদুল আনাম।

ঝিনাইদহ : ঝিনাইদহে জেলা শিশু একাডেমীর আয়োজনে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আয়ুব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক সাইফুর রহমান খান। বিশেষ অতিথি সাবেক উপাধ্যক্ষ এন এম শাহজালাল, নৃত্য প্রশিক্ষক দোল আফরোজ, সংগীত শিল্পী আব্দুল গাফফার। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫০ জন শিক্ষার্থী ২ টি ক্যাটাগরিতে প্রতিযোগিতা করে।

জগন্নাথপুর (সুনামগঞ্জ) : সুমানগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়েছে। ইউএনও মাহ্ফুজুল আলম মাসুমের সভাপতিত্বে ও প্রাথমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদিনের পরিচালনায় বক্তব্য দেন সহকারী কমিশনার(ভূমি) ইয়াসির আরাফাত, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, প্রকৌশলী গোলাম সারোয়ার, জগন্নাথপুর শিল্পকলা একাডেমির অধ্যক্ষ পরিতোষ চক্রবর্তী শিবু, জগন্নাথপুর প্রেস ক্লাবের সভাপতি জহিরুল ইসলাম লাল মিয়া প্রমুখ।

শিবালয় (মানিকগঞ্জ) : মানিগগঞ্জের শিবালয়ের তেওতা কবি পতœী প্রমীলার জন্ম ভিটায় দিবসটি উপলক্ষে আলোচনা সভায় ইউএনও এএফএম ফিরোজ মাহমুদের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা প্রশাসক এসএম ফেরদৌস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিরঞ্জন অধিকারী, নজরুল ইস্টিটিউটের উপ-পরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সুলতানা আক্তার, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি আতিকুর রহমান, আব্দুল মুন্নাফ খান প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close