শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

  ১৭ এপ্রিল, ২০১৯

লারার জন্মদিনে স্বাস্থ্যসচেতনতা কর্মশালা

গাজীপুরের রাজেন্দ্রপুরে প্রান্তিক জনগোষ্ঠীর মা ও শিশুর স্বাস্থ্যসেবা সচেতন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিমান দুর্ঘটনায় নিহত ফারিয়া লারা ফাউন্ডেশনের আয়োজনে গতকাল মঙ্গলবার দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন স্থান থেকে দুই শতাধিক নারী ও শিশু কর্মশালায় অংশ নেয়।

শহীদ ডা. আব্দুল আলীমের স্ত্রী শ্যামলী নাসরিন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদ, কবি কাজী রোজী, আনোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠানে বাল্যবিবাহ প্রতিরোধ ও মায়েদের স্বাস্থ্যসেবা নিয়ে আলোচনা করেন মনোরোগ বিশেষজ্ঞ ও সাহিত্যিক অধ্যাপক ড. মোহিত কামাল। এ সময় কথাসাহিত্যিক সেলিনা হোসেন তার মেয়ের নামে করা ফারিয়া লারা ফাউন্ডেশন সব সময় প্রান্তিক মানুষের পাশে থাকবে বলে প্রত্যয় ব্যক্ত করেন। পরে বৈমানিক লারার ৪৮তম জন্মদিনের কেক কাটা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close