লক্ষ্মীপুর প্রতিনিধি

  ১৩ এপ্রিল, ২০১৯

‘বর্ষার আগেই নদী ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হবে’

বাংলাদেশ পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি বলেছেন, শেখ হাসিনার সরকারের অর্থ বরাদ্ধের কোন সংকট নাই। বর্ষার আগেই নদী ভাঙ্গন রোধে যা যা করনীয় তাই করা হবে। অচিরেই কমলনগরে মেঘনা নদীর ভাঙ্গন রোধ করা হবে।

গতকাল শুক্রবার দুপুরে লক্ষ্মীপুরের কমলনগরের মাতব্বর হাট বেড়িবাঁধ পরিদর্শন শেষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী ভাঙ্গন কবলিত মানুষদের আশ্বস্থ করে আরও বলেন, শুধুমাত্র ছোটখাট কাজ করে নদী ভাঙ্গন সমস্যার সমাধান হবে না। যাতে কোনো বাড়িঘর আর নদীগর্ভে বিলিন না হয় সেজন্য কাজ করা হবে। বর্তমান সরকার দুর্নীতিবাজ সরকার নয়। শেখ হাসিনা সরকার জনগণের কল্যাণে চিন্তা করে।

উপজেলা আওয়ামী লীগ আয়োজিত পথ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য মেজর (অব.) আব্দুল মান্নান, সাবেক সংসদ সদস্য আব্দুল্যাহ আল মামুন, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মাহফুজুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক অ্যাড. নুরউদ্দিন চৌধুরী নয়ন প্রমুখ।

এর আগে হেলিকপ্টারযোগে এসে কমলনগরের ধসে যাওয়া বাঁধ ও ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন প্রতিমন্ত্রী।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close