জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

  ২২ মার্চ, ২০১৯

স্কুল বন্ধ রেখে শিক্ষা সফরে শিক্ষকরা!

সুনামগঞ্জের জগন্নাথপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ রেখে শিক্ষা সফরে যাওয়ার অভিযোগ উঠেছে শিক্ষকদের বিরুদ্ধে। এতে ক্ষুব্দ প্রতিক্রিয়া ব্যাক্ত করেছেন স্থানীয়রা। এ নিয়ে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।

জানা যায়, গত বুধবার জগন্নাথপুর প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতির আয়োজনে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা বিছানাকান্দি ও লাক্কাকতুরা চা বাগানে শিক্ষা সফরে যান। এ জন্য উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের শহারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও খাগাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধসহ উপজেলার অধিকাংশ স্কুলে শিক্ষক অনুপস্থিত থাকায় ক্লাস হয়নি।

খাগাউড়া সরকারি প্রাথমক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আলিমা খাতুন জানান, শিক্ষা কর্মকর্তার অনুমতি নিয়েই তার বিদ্যালয়ের সহকারি শিক্ষক-শিক্ষিকারা শিক্ষা সফরে যান। শাহারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষা ফরিদুল ইসলাম জানান, সহকারি শিক্ষা অফিসার রাপরুচাই মারমা স্যারের অনুমতি নিয়ে স্কুল বন্ধ করে শিক্ষা সফরে যাই।

এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার জয়নাল আবেদীন জানান, স্কুল বন্ধ রেখে কাউকে শিক্ষা সফরে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close