সাতক্ষীরা প্রতিনিধি

  ১১ মার্চ, ২০১৯

সাতক্ষীরায় পচা মাংস বিক্রির দায়ে ব্যবসায়ীকে কারাদণ্ড

সাতক্ষীরা শহরের বড় বাজারে পচা ও পোকা যুক্ত মুরগির মাংস বিক্রিকালে এক ব্যবসায়ীকে ৫ দিনের বিনাশ্রম কারাদ- দিয়েছে ভ্রাম্যমান আদালত। জেলা প্রশাসকের নির্দেশে গতকাল রোববার দুপুরে এ অভিযান চালায় ভ্রাম্যমান আদালতের একটি টিম। দ-প্রাপ্ত ব্যবসায়ী হলেন, বড় বাজারে মোমিন পল্ট্রি হাউজের মালিক শাহিন গাজী। তিনি দীর্ঘদিন পচা পল্ট্রির মাংস বিক্রি করে আসছিলেন।

ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বজল মোল্লা বলেন, মোমিন পোল্ট্রি হাউজের মালিক শাহিন গাজী পোকা যুক্ত পোল্ট্রি মুরগির মাংস বিক্রি করছেন এমন অভিযোগে অভিযান চালানো হয়। পরে সত্যতা নিশ্চিত হয়ে তাকে ভোক্তা অধিকার আইন ২০১৩ এর ৫২ ধারায় ৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। এছাড়া সকল অসাধু মাংস ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close