প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ২৪ ফেব্রুয়ারি, ২০১৯

জাতীয় সঞ্চয় সপ্তাহ-২০১৯

সাধারণ মানুষকে সঞ্চয়ে উদ্বুদ্ধ করতে হবে

‘সঞ্চয় সমৃদ্ধির সোপান’ প্রতিপাদ্যকে সামনে রেখে সপ্তাহব্যাপী দেশের বিভিন্ন স্থানে জাতীয় সঞ্চয় সপ্তাহ শুরু হয়েছে। গতকাল শনিবার দিবসটি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর :

রংপুর : রংপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে র‌্যালি উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) আবু তাহের মো. মাসুদ রানা। পরে সঞ্চয় ব্যুরো রংপুর বিভাগীয় উপ-পরিচালক মহরম আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা সঞ্চয় ব্যুরোর সহকারী পরিচালক মমিনুল ইসলাম, বিনিয়োগকারী রেজাইল করিম, আব্দুল হালিম প্রমুখ।

ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যালি শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা সঞ্চয় কর্মকর্তা মো. আলাউদ্দিন ভূইয়া। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দূর-রে-শাহওয়াজ। বক্তৃতা দেন সাংবাদিক মো. আরজু, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হুরায়ারা। জেলা প্রশাসন ও জেলা সঞ্চয় অফিস যৌথ উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ঝালকাঠি : ঝালকাঠিতে জেলা সঞ্চয় অফিসের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। র‌্যালি উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. হামিদুল হক। র‌্যালিতে সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও সঞ্চয়কারী বিভিন্ন পেশার মানুষ অংশ নেন। পরে আলোচনা সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক এস এম ফরিদ উদ্দিন, জেলা সঞ্চয় অফিসার মো. রবিউল ইসলাম, মুক্তিযোদ্ধা একেএম শাহজাহান, সূর্যালোক নিউজ সম্পাদক হেমায়েত উদ্দিন হিমু, মানবাধিকারকর্মী মো. জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

মানিকগঞ্জ : মানিকগঞ্জে র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক মো. বাবুল মিয়া ও জেলা সঞ্চয় কর্মকর্তা মো. সাইফুল ইসলামসহ গ্রাহকরা।

নোয়াখালী : নোয়াখালীতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবু ইউসুফ ও অতিরিক্ত পুলিশ সুপার ফাহিমা কাদের চৌধুরীর নেতৃত্বে একটি র‌্যালি বের হয়। পরে জেলা সঞ্চয় ব্যুরো কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদুর রশিদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবু ইউসুফ। বিশেষ অতিথির বক্তব্য দেন, নোয়াখালী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর কাজী রফিকুল্লাহ, সাংবাদিক ফয়জুল ইসলাম জাহান প্রমুখ।

বরগুনা : বরগুনায় র‌্যালিতে নেতৃত্ব ও জাতীয় সঞ্চয় সপ্তাহের শুভ উদ্ভোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাহবুব আলম ও জেলা সঞ্চয় অফিসার এম এইচ এম শহিদুল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক মাহবুবুর রহমান অভি, রোবার স্কাউট দলনেতা সুমন আহম্মেদসহ বিভিন্ন পেশাজীবী, বিনিয়োগকারী ও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা।

পঞ্চগড় : পঞ্চগড়ে শোভাযাত্রায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ গোলাম আজম, অতিরিক্ত পুলিশ সুপার নাঈমুল হাছান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আকতারুজ্জামান, জেলা সঞ্চয় কর্মকর্তা হুমায়ুন কবীরসহ জেলা পর্যায়ের কর্মকর্তারা। এছাড়ায় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং শিক্ষার্থীরা এতে অংশ নেন।

ঝিনাইদহ : ঝিনাইদহে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা সঞ্চয় অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ ময়েন উদ্দিন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ-উজ-জামান। বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (সদর) আল মামুন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আইয়ুব হোসেন, জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ডা: দুলাল কুমার চক্রবর্তী, সাবেক জেলা তথ্য অফিসার মনোরঞ্জন বিশ্বাস, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা বুরে‌্যার সহকারী পরিচালক শেখ মো. সুরুজ্জামান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close