কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি

  ১৮ ফেব্রুয়ারি, ২০১৯

শিক্ষিকাকে উত্ত্যক্ত করায় যুবকের কারাদন্ড

পিরোজপুরের কাউখালীতে প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকাকে উত্যাক্ত করায় হাফিজুর রহমান (১৯) নামে এক যুবককে ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্ত হাফিজুর উপজেলার চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের সুবিদপুর গ্রামের সুলতান সরদারের ছেলে। গত শনিবার সন্ধ্যায় তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ইউএনও ইসরাত জাহান এ আদেশ দেন।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বেকুটিয়া-কাউখালী সড়কের নিলতী এলাকার রাস্তার পাশে দাঁড়িয়ে হাফিজুর নিলতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকাকে দীর্ঘদিন ধরে উত্যাক্ত করে আসছে। গত শনিবার বিকেলে ঐ শিক্ষিকাকে পুনরায় উত্যাক্ত করলে এলাকাবাসী ঘটনাস্থল থেকে হাফিজকে আটক করে পুলিশের কাছে সোর্পদ করে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক ইউএনও ইসরাত জাহান হাফিজুরকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেন। কাউখালী থানার ওসি (তদন্ত) মো. ফরিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close