চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

  ০৯ ফেব্রুয়ারি, ২০১৯

মহানন্দা নদী খনন কাজ পরিদর্শন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশ্রুত মহানন্দা নদী খনন ও রাবার-ড্যাম নির্মাণ প্রকল্পটির প্রথম পর্যায়ে নদী খনন কাজ শুরু করেছে চুক্তিবদ্ধ ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত বাণিজ্যিক প্রতিষ্ঠান ডকইয়ার্ডস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবিনগর এলাকা থেকে খনন কাজ শুরু করে। গতকাল শুক্রবার মহানন্দা নদী খননের চলমান কাজ পরিদর্শন করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এজেডএম নূরুল হক। এ সময় তার সাথে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম তাজকির-উজ-জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলমগীর হোসেন, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী সৈয়দ সাহিদুল আলম প্রমুখ। চলমান কাজ পরিদর্শন শেষে জেলা প্রশাসক এজেডএম নূরুল হক ‘পদ্মা নদীর ভাঙন থেকে চাঁপাইনবাবগঞ্জের আলাতুলি এলাকা রক্ষা’ প্রকল্পটি (নদী তীর সংরক্ষণ কাজ) পরিদর্শন করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close