লালমনিরহাট প্রতিনিধি

  ১৫ ডিসেম্বর, ২০১৮

ধরলা নদীতে অবৈধ পাথর উত্তোলনের মেশিন জব্দ

লালনিরহাটের পাটগ্রামে ধরলা নদীতে অবৈধভাবে পাথর উত্তোলনের সময় দুই বোমা মেশিন (যন্ত্র) জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার সকালে পাটগ্রাম উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী হাকিম দীপক কুমার শর্মার নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। পরে আদালতের বিচারক যন্ত্রের মালিক রাসেল মিয়াকে (৪০) এক লাখ টাকা জরিমানা করেন।

আদালত সূত্রে জানা গেছে, পাটগ্রাম উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী হাকিম দীপক কুমার শর্মার নেতৃত্বে একদল পুলিশ নিয়ে শুক্রবার সকালে পাটগ্রাম ইউনিয়নের পেদিরপাড় গ্রামের ধরলা নদীতে বোমা মেশিন উচ্ছেদ অভিযান চালায়।

সেখানে চালু অবস্থায় দুইটি বোমা মেশিন ও যন্ত্রাংশ জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। পরে মেশিন মালিক রাসেল মিয়াকে একলাখ টাকা জরিমানা নগদ আদায় করেন আদালত।

আদালতের বিচারক দীপক কুমার শর্মার বলেন, এখন থেকে বোমা মেশিন যেখানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান সেখানে। এই নীতিতে উপজেলার আবাদি জমি ও নদী থেকে এসব অবৈধ মেশিন উচ্ছেদ অভিযান চলবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close