রংপুর ব্যুরো

  ০৬ ডিসেম্বর, ২০১৮

‘আরবান প্রোগ্রাম’ বাতিলের চেষ্টা রসিক মেয়রের

ইউনিসেফের আর্থিক ও কারিগরি সহায়তায় বাস্তবায়নাধীন ‘আরবান প্রোগ্রাম’ বাতিল প্রচেষ্টার অভিযোগ উঠেছে রংপুর সিটি কর্পোরেশন (রসিক) মেয়রের বিরুদ্ধে। অভিযোগে জানা যায়, ২৪ নভেন্বর মহানগরীর সেনপাড়া সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ে ‘আরবান প্রোগ্রাম’ সমন্বয়কারী ও সহকারী সমন্বয়কারী পদে ৮৫ জন পরিক্ষার্থী নিয়োগ পরীক্ষায় অংশ নেয়। লিখিত ও মৌখিক পরিক্ষায় চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পরেও মেয়রের স্বদিচ্ছা না থাকায় প্রকল্পের কার্যক্রম স্থগিত রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। স্থানীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে ৮৫ জন পরিক্ষার্থী নিয়োগ পরীক্ষায় অংশ নেয়। সেই সঙ্গে ৮৫ জন পরীক্ষার্থী লিখিত পরীক্ষা দিলেও তাদের মধ্য থেকে ১৬জনকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়। বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত মৌখিক পরীক্ষার কার্যক্রম চলে। এ সময় পরীক্ষার পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস। পরীক্ষায় চুড়ান্তভাবে নির্বাচিত করা হয় সমন্বয়কারী পদে আহসানা আখতার এবং সহকারী সমন্বয়ক পদে নির্বাচিত করা হয় যথাক্রমে জালাল হোসেন, আরিফুর রহমান, খাদিজা-ই-সুলতানা, সুলতানা ইয়াসমিন ও মিফতাহুল জান্নাত।

পরিচয় গোপন রাখার শর্তে এক আবেদনকারী জানান, রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা নিজের আত্মীয়কে নিয়োগ দেওয়ার জন্য সুপারিশ করেন। কিন্তু তার আত্মীয়রা পরিক্ষায় অকৃতকার্য হওয়ায় মেয়র চূড়ান্ত ফলাফলে স্বাক্ষর করছেন না।

রংপুর সিটি কর্পোরেশনের মেয়রের তথ্য সচিব লুসিড জানান, পরীক্ষা চলাকালীন সময়ে মেয়র রংপুরে ছিলেন না।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close