বেড়া (পাবনা) প্রতিনিধি

  ০৪ ডিসেম্বর, ২০১৮

অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা

পাবনার বেড়ায় অবৈধভাবে যমুনা নদীর মাঝখানে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ভ্যাম্যমাণ আদালত পরিচালনা করেছেন ইউএনও আসিফ আনাম সিদ্দিকী। গতকাল সোমবার সকালে এ অভিযান পরিচালিত হয়। জানা যায়, সোমবার সকাল সাড়ে ৬টা ৮টা পর্যন্ত বেড়ার মোহনগঞ্জ থেকে চরপেঁচাকোলা অভিযান চালিয়ে বলু উত্তোলনের একটি মেশিন ও দুইটি নৌকা জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় সেখান থেকে কয়েকজন শ্রমিককে আটক করে উপজেলায় নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে মালিক পক্ষ এসে জরিমানার দুই লাখ টাকা পরিশোধ ও মুচলেকা দিয়ে তাদের ছাড়িয়ে নিয়ে যায়।

এ বিষয়ে বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আনাম সিদ্দিকী জানান, তারা (দ-প্রাপ্ত) কথা দিয়েছে আগামীকালের (মঙ্গলবার) মধ্যে বালু উত্তোলনের ড্রেজার ও নৌকা সেখান থেকে সরিয়ে ফেলবে। তাছাড়া নিয়মিতভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে বলেও জানান তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close