নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

  ২৮ নভেম্বর, ২০১৮

বগুড়া-৪

একই আসনে বিএনপির তিনজনের মনোনয়ন

বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনে বিএনপির তিন নেতাকে মনোনয়নপত্রের চিঠি দেওয়া হয়েছে বলে দলটির একাধিক সূত্র নিশ্চিত করেছেন। চিঠি প্রাপ্তরা হলেন জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সাবেক সংসদ সদস্য ডা. জিয়াউল হক মোল্লা ও জেলা বিএনপির সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন।

১৯৯১ সালে এই আসনে বিএনপির সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন দলের প্রয়াত যুগ্ম-মহাসচিব আজিজুল হক মোল্লা। তার মৃত্যুর পর ১৯৯৪ সালের উপ-নির্বাচনে তার ছেলে ডা. জিয়াউল হক মোল্লাকে দলীয় মনোনয়ন দেওয়া হয়। উপ-নির্বাচন ছাড়াও ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনসহ মোট চারবার দলীয় মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ২০০৮ সালের নির্বাচনে তাকে বাদ দিয়ে ইঞ্জিনিয়ার মোস্তফা আলী মুকুলকে দলীয় মনোনয়ন দেওয়া হয়। মহাজোটের প্রার্থী একেএম রেজাউল করিম তানসেনকে হারিয়ে মোস্তফা আলী মুকুল সংসদ সদস্য নির্বাচিত হন। মনোনয়নপত্রের চিঠি পাওয়ার বিষয়ে ডা. জিয়াউল হক মোল্লা বলেন, এ আসনে তিন জনকে মনোনয়ন দেওয়া হয়েছে। বগুড়া-৪ আসনের আমি চারবার এমপি ছিলাম। নির্বাচনী এলাকায় আমার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close