লক্ষ্মীপুর প্রতিনিধি

  ২১ অক্টোবর, ২০১৮

ইলিশের প্রজনন মৌসুম

খাদ্য সহায়তা পায়নি জেলেরা

ইলিশের প্রজনন সময়ে লক্ষ্মীপুরের রামগতি থেকে চাঁদপুরের ষাটনল এলাকার ১০০ কিলোমিটার পর্যন্ত সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ রয়েছে। এ সময় খাদ্য সহায়তা হিসেবে ২০ কেজি করে চাল পাওয়ার কথা থাকলেও তা এখনো পায়নি জেলার স্থানীয় জেলেরা। মা ইলিশ রক্ষা ও ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গত ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন মেঘনায় ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। আর এ সময় খাদ্য সহায়তা হিসেবে ২০ কেজি করে চাল পাওয়ার কথা জেলেদের। কিন্তু আট দিন পেরিয়ে গেলেও এখনো খাদ্য সহায়তা পায়নি অধিকাংশ জেলে।

জেলা মৎস্য কর্মকর্তা এস এম মহিব উল্যাহ জানান, ইলিশ প্রজনন সময়ে জেলেরা যে খাদ্য সহায়তা পাওয়ার কথা তা ইতোমধ্যে বণ্টন করা শুরু হয়েছে। পর্যায়ক্রমে জেলেদের মাঝে এ চাল পৌঁছে যাবে বলে জানান তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close