সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

  ১০ অক্টোবর, ২০১৮

আদালতে হাজিরা দিতে গিয়ে

সখীপুরে হত্যা মামলার সাক্ষী নিখোঁজ

টাঙ্গাইলের সখীপুরে অধ্যক্ষ জামাল হোসেন ঠা-ু হত্যা মামলার সাক্ষী আবুল হাশেম (৪০) সাত দিন ধরে নিখোঁজ রয়েছেন। গত ২ সেপ্টেম্বর মঙ্গলবার টাঙ্গাইল আদালতে হাজিরা দিতে গিয়ে তিনি আর বাড়ি ফিরে আসেননি। হাশেম উপজেলার গোবরচাকা-কাজিরামপুর গ্রামের মৃত হাছেন আলীর ছেলে। এ ঘটনায় সখীপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, হাশেম আলী পলাশতলী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জামাল হোসেন ঠা-ু হত্যা মামলার ৩ নম্বর সাক্ষী ছিলেন। সেই সুবাধে তাকে হেয় করতে ওই মামলার প্রধান আসামি মালেক মিয়ার স্ত্রী হাশেম আলীসহ সাতজনকে আসামি করে সখীপুর থানায় ২০১১ সালে ঘরবাড়ি পোড়ার অভিযোগে মামলা করেন। সেই মামলার হাজিরা দিতে গত ২ সেপ্টেম্বর হাশেম আলী বাড়ি থেকে জেলা দায়রা জজ আদালতের উদ্দেশে বের হয়ে আর বাড়ি ফেরেননি। এ বিষয়ে আবুল হাশেম মিয়ার বড় ভাই আবুল কাশেম বলেন, আমার ভাই একজন সহজ-সরল লোক। তাকে মিথ্যা একটি মামলায় ফাঁসানো হয়েছে। ওই মামলায় হাজিরা দিতে গিয়ে সাত দিন ধরে সে নিখোঁজ রয়েছে। এ নিয়ে ওই মামলার বাদী ফাতেমা আক্তারের সঙ্গে যোগাযোগ করা হলে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। ওসি এস এম তুহিন আলী বলেন, নিখোঁজ ব্যক্তির সন্ধানে কাজ করছে পুলিশ।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close