মানিকগঞ্জ প্রতিনিধি

  ১৭ সেপ্টেম্বর, ২০১৮

সিঙ্গাইরে শিক্ষকের অপসারণ চেয়ে বিক্ষোভ

মানিকগঞ্জের সিঙ্গাইরে স্কুলছাত্রীর মায়ের সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ এনে প্রধান শিক্ষকের অপসারণ চেয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে জয়মন্টপ উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা।

গতকাল রোববার সকালে কয়েক শত শিক্ষার্থী বিদ্যালয়ের সামনে মানিকগঞ্জ-সিঙ্গাইর-হেমায়েতপুর আঞ্চলিক সড়ক আধা ঘণ্টা অবরোধ করে রাখে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানায়, তাদের বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর মায়ের সঙ্গে অনৈতিক সম্পর্ক রয়েছে প্রধান শিক্ষক বাবু রাধেশ্যাম সাহার। এছাড়াও ওই শিক্ষক বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে অসদাচরণ করেন। এদিকে দুপুর ১টার দিকে সিঙ্গাইর সার্কেলের এএসপি আলমগীর হোসেন ও থানার ওসি মতিয়ার রহমান ঘটনাস্থলে পৌঁছে ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা বিক্ষোভ প্রত্যাহার করে নেয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু রাধেশ্যাম সাহা জানান, তিনি দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। শক্তভাবে বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করায় বিদ্যালয়ের কিছু শিক্ষক ও রাজনৈতিক ব্যক্তির ইন্ধনে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। তবে নারী বিষয়ে যে অভিযোগ তারা তুলেছে সেটা মিথ্যা ও ভিত্তিহীন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close