খুলনা প্রতিনিধি

  ২০ আগস্ট, ২০১৮

স্টেরয়েড পুশকৃত গরু শনাক্তে হাটে মেডিকেল টিম

ঈদুল আজহা উপলক্ষে খুলনা সদরসহ জেলার ৯টি উপজেলায় জমে উঠেছে ২৮টি পশুর হাট। এ অবস্থায় হাটের পশু পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদানের জন্য ৩৭টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। খুলনা জেলা প্রাণিসম্পদ বিভাগ এ টিমগুলো গঠন করেছে। টিমের লক্ষ্য স্টেরয়েড বা ক্ষতিকর ইনজেকশন পুশকৃত গরু শনাক্ত করা। খুলনার অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. অরুণ কান্তি মন্ডল জানান, হাটে হাটে মেডিকেল টিমকে দায়িত্বে দেওয়া হয়েছে। এই টিম মূলত ক্ষতিকর স্টেরয়েড ইনজেকশন পুশ করা গরু হাটে আসছে কি না তা মনিটরিং করছে। পাশাপাশি কোনো গরুর চিকিৎসার প্রয়োজন হলে তা দেওয়া। তবে, কোরবানির হাটগুলো শুরুর পর থেকে এ পর্যন্ত কোনো প্রকার অসুস্থ গরু বা ছাগল পাওয়া যায়নি। আর ইনজেকশন পুশ করার আলামত সমৃদ্ধ কোনো গরুও আসেনি। তিনি বলেন, ক্ষতিকর ইনজেকশন স্টেরয়েড পশুর দেহে আছে কি না তা জানার জন্য প্রয়োজনীয় পরীক্ষা করার কোনো ব্যবস্থা খুলনাতে নেই। প্রাথমিকভাবে বিভিন্ন আলামত বা প্রভাব দেখে এ বিষয়টি শনাক্ত করা হয়। খুলনা সিটি করপোরেশন (কেসিসি) পরিচালিত জোড়াগেট পশুর হাট পরিচালনা কমিটির আহ্বায়ক কাউন্সিলর শামসুজ্জামান মিয়া স্বপন বলেন, এ হাটে ক্ষতিকর ইনজেকশন বা ট্যাবলেট খাওয়ানোর মাধ্যমে মোটাতাজা করা গরু আনা হলে তা শনাক্ত করার জন্য দুইটি মেডিকেল টিম রয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close