আমতলী (বরগুনা) প্রতিনিধি

  ০৯ আগস্ট, ২০১৮

ব্রিজ নয় যেন মরণফাঁদ

বরগুনার তালতলী উপজেলার শারিকখালী ইউনিয়নের বাদুরগাছা খালের আয়রন ব্রিজটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, আমতলী-তালতলী হেডকোয়ার্টার সোনাকাটা সি-বিচের বটতলা সড়ক থেকে কোয়ার্টার মাইল পশ্চিমে বাদুরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন বাদুরগাছা খালের ওপর ব্রিজটি অনেক আগেই চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। ৫০০ মিটার চেইনেজে ৪০ মিটার দৈর্ঘ্য আয়রন ব্রিজটি প্রায় দেড় যুগ আগে তৎকালীন আমতলী উপজেলা এলজিইডি নির্মাণ করেন। এ ব্রিজ দিয়ে বাদুরগাছা, পশ্চিম শারিকখালী ও দক্ষিণ শারিকখালী গ্রামের প্রায় ১০ হাজার মানুষ উপজেলা শহর তালতলীতে আসা-যাওয়া করে। এ ছাড়াও পূর্ব কচুপাত্রা ও বটতলা এলাকার শতাধিক কোমলমতি শিক্ষার্থীরা এ ব্রিজ দিয়ে বাদুরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় যাওয়া-আসা করে। বর্তমানে ব্রিজটির পাটাতন ঢালাই খসে গিয়ে মাঝের রড বেরিয়ে গেছে। ফলে সড়কটি দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। ব্রিজটি দিয়ে বর্তমানে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হয়। দ্রুত ব্রিজটি সংস্কারের দাবি জানায় এলাকাবাসী।

উপজেলা প্রকৌশলী এস এম তৈয়বুর রহমান জানান, বাদুরগাছা খালের ওপর ৫০০ মিটার চেইনেজে ৪০ মিটার দৈর্ঘ্য আয়রন ব্রিজটি চলতি অর্থবছরে পুনর্নির্মাণের জন্য ব্যবস্থা নেওয়া হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close