ভোলা প্রতিনিধি

  ০৯ আগস্ট, ২০১৮

স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন

ভোলা সদর উপজেলায় দুই লাখ ৯২ হাজার ভোটারের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্রের কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রম উদ্বোধন করবেন। জেলা প্রশাসক মাসুদ আলম সিদ্দিক ও পুলিশ সুপার মোকতার হোসেন আনুষ্ঠানিকভাবে ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার দোস্ত মাহামুদের হাতে আনুষ্ঠানিকভাবে স্মার্ট কার্ড তুলে দিয়ে কার্ড বিতরণ কার্যক্রম শুরু করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা আ.লীগের যুগ্মসম্পাদক এনামুল হক আরজু, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম গোলদার, সাবেক সিভিল সার্জেন ডা. ফরিদ আহমেদ প্রমুখ। চলতি বছরের ৯ আগস্ট থেকে ২৪ নভেম্বর পর্যন্ত উপজেলার ১৩ ইউনিয়নে ভোটারদের হাতে স্মার্ট জাতীয় পরিচয়পত্রের কার্ড তুলে দেওয়া হবে বলে জানা গেছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close