কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

  ২৩ জুলাই, ২০১৮

কচুয়ায় ১২ দিন ধরে স্কুলশিক্ষক নিখোঁজ

কচুয়ায় ইঞ্জিনিয়ার রিফাতুল আলম টিটু নামে (৩৮) এক স্কুলশিক্ষক ১২ দিন ধরে নিখোঁজ রয়েছে। তিনি উপজেলার গোহট দক্ষিণ ইউনিয়নের খাজুরিয়া লক্ষ্মীপুর পীর ছোবহানিয়া উচ্চবিদ্যালয়ের আইসিটির (কম্পিউটার) শিক্ষক। গত ১২ জুলাই বৃহস্পতিবার থেকে তিনি নিখোঁজ হন।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ১২ জুলাই শিক্ষক টিটু স্কুল থেকে বাড়ি ফেরার পর বিকেল ৫টায় সন্তানদের বাহির থেকে ঘুরে আসার কথা বলে তিনি বের হন। এরপর থেকে তিনি বাড়ি ফিরে আসেনি। বের হওয়ার পর থেকে তার সঙ্গে থাকা মোবাইল (০১৮৭৬২৬১১৪৯) ফোনটিও বন্ধ রয়েছে। আত্মীয়স্বজনদের বাড়িতে খোঁজ করে কোথাও তার সন্ধান মিলেনি। গত রোববার তার স্ত্রী রেহানা বেগম সাংবাদিকদের বলেন, আমার স্বামী একজন সহজ সরল মানুষ এলাকায় তার কোনো শত্রু নেই। তবে আমার প্রয়াত শ্বশুরের দ্বিতীয় স্ত্রী আকলিমা বেগমের (সৎ শাশুড়ি) সঙ্গে সম্পত্তিসংক্রান্ত ও শ্বশুরের এফডিআরের প্রায় ২৬ লাখ টাকার শাকসেশনের মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। ওই ওয়ার্ডের আওয়ামী লীগের সম্পাদক আতাউর রহমান খান ও খাজুরিয়া লক্ষ্মীপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহআলম বি এস সি বলেন টিটু সাধারণত মানুষের সঙ্গে কম মেলামেশা করত, স্কুলে শিক্ষকতা ছাড়া বাহিরের লোকজনের সঙ্গে তার চলাফেরা ছিল না। তবে তার নিখোঁজ হওয়ায় পরিবারের সঙ্গে আমরাও উদ্বিগ্ন। এ ব্যাপারে রিফাতুল আলমের স্ত্রী রেহেনা বেগম গত ১৩ জুলাই শুক্রবার কচুয়া থানায় কচুয়া থানায় নিখোঁজের ডায়েরি দায়ের করেন। কচুয়া থানা ওসি সৈয়দ মাহবুবুর রহমান জানান, নিখোঁজ হওয়া স্কুল শিক্ষকে খুঁজতে আইনি ব্যবস্থা গ্রহণ করছি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist