কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি

  ০২ জুলাই, ২০১৮

স্কুল ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগে মামলা

গোপালগঞ্জের কাশিয়ানীর রামদিয়া বালিকা উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে শহিদুল শেখ নামে এক অভিভাবক বাদী হয়ে স্কুলের প্রধান শিক্ষিকা ফিরোজা বেগম, সভাপতি সুলতান মোল্যা, প্রিজাইডিং অফিসার ও উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজসহ সংশ্লিষ্ট ১২ জনকে বিবাদী করে আদালতে মামলা দায়ের করেছেন। মামলার বিবরণে জানা গেছে, মামলার বাদী শহিদুল শেখের নাম স্কুলের খসড়া ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করলেও পরিকল্পিতভাবে চূড়ান্ত ভোটার তালিকা থেকে তার নাম বাদ দিয়ে তার স্ত্রী নাছরিন বেগমের নাম তালিকাভুক্ত করা হয়। এতে তিনি স্কুলের অভিভাবক সদস্য পদের সম্ভাব্য প্রার্থী থাকা সত্ত্বেও নির্বাচনে অংশ নিতে পারেননি।

এ ছাড়া বর্তমান কমিটির অভিভাবক সদস্য রুহুল আমিন খাকী নির্বাচনে অংশ নিতে ভোটার হওয়ার জন্য তার মেয়ে ও উপজেলার ভুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী খুকুমনিকে সমাপনী সার্টিফিকেট ছাড়াই নিয়ম বহিভর্ভূতভাবে ওই স্কুলের ষষ্ঠ শ্রেণিতে ভর্তি করেন।

গত ২৯ মে ভোটগ্রহণ ছাড়াই বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচন সম্পন্ন করে পুনরায় সুলতান মোল্যা সভাপতি হয়েছেন।

মামলার বাদী শহিদুল শেখ বলেন, ‘স্কুলের সভাপতি সুলতান মোল্যা পুনরায় সভাপতি নির্বাচিত হওয়ার জন্য ভোটার তালিকা থেকে আমার নাম বাদ দিয়েছেন। তিনি প্রধান শিক্ষিকার যোগসাজশে তার ভাবাপন্ন লোকদের প্রার্থী বানিয়ে নাটকীয়ভাবে বিনাভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন।’

সভাপতি সুলতান মোল্যা বলেন, ‘কমিটি বৈধ-অবৈধ প্রধান শিক্ষিকার বিষয়। তিনি কমিটির সব প্রক্রিয়া সম্পন্ন করেছেন। আমার কোনো দায়-দায়িত্ব নেই।’ এ ব্যাপারে প্রধান শিক্ষিকা ফিরোজা বেগমকে ফোন করে পাওয়া যায়নি। কাশিয়ানী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম মামলার কথা স্বীকার করে বলেন, ‘আদালতের নির্দেশে স্কুল কমিটির সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist