মুন্সীগঞ্জ প্রতিনিধি

  ২৪ মে, ২০১৮

টানা বৃষ্টিতে শিমুলিয়া ঘাটে যানবাহনের দীর্ঘ লাইন

টানা এক সপ্তাহের থেমে থেমে বৃষ্টির কারণে শিমুলিয়া ফেরিঘাটে পারাপারের জন্য যানবাহনের দীর্ঘ লাইনসহ যাত্রী দুর্ভোগ দেখা দিয়েছে। দেশের দক্ষিণাঞ্চলের ২৩ জেলার প্রবেশদ্বার খ্যাত এই ফেরিঘাটে গতকাল বুধবার সকাল থেকে অবস্থা প্রকট হয়। দুপুর ১টার দিকে এই চাপ বেড়েছে তিনগুণ।

সরেজমিনে দেখা যায়, বুধবার ভোর থেকেই শিমুলিয়া ফেরিঘাটে ভিড় করে দক্ষিণবঙ্গগামী ছোটবড় যানবাহন। এ সময় ফেরিঘাটে ২ কিলোমিটারের মধ্যে অর্ধশত যাত্রীবাহী বাসসহ ছোটবড় প্রায় দুই হাজার যানবাহন। শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে চারটি রো রো, ছয়টি ডাম্ব, ও তিনটি কে-টাইপ ফেরিসহ মোট ১৬টি ফেরি চলাচল করলেও নৌরুটে ফেরি স্বল্পতা দেখা দিয়েছে। এতে দীর্ঘ যানজটে বিপুলসংখ্যক যাত্রী ঘণ্টার পর ঘণ্টা চরম দুর্ভোগে পড়েন। এ তথ্য জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ।

একজন যাত্রী জানান, সকাল ৫টায় ঘাট এসে প্রায় ৫ ঘণ্টা ধরে অপেক্ষায় আছি। এখনো ফেরি লাইনের সামনে যেতে পারিনি।

মাওয়া বিআইডব্লিউটিসির ডিজিএম (বাণিজ্য) মো. খালিদ নেওয়াজ জানান, বর্তমানে শিমুলিয়া নৌরুটে একটি ছোট ফেরিসহ মোট ১৬টি ফেরি চলাচল করছে। তবে টানা এক সপ্তাহের থেমে থেমে বৃষ্টির কারণে আজ যানবাহনের চাপ বেশি থাকায় ঘাটে অপেক্ষরত যানবাহনের চাপ বাড়ছে। এমনিতেই এ সময়ে ঘাটে চাপ থাকে বেশি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist