রংপুর প্রতিনিধি

  ২০ মে, ২০১৮

রংপুরে রোজার শুরুতেই সবজির দাম ১০ থেকে ২৫ টাকা বৃদ্ধি

রংপুরে রোজার শুরুতেই বাড়তে শুরু করেছে সবজির দাম। সরকারের মনিটরিং, ব্যবসায়ীদের প্রতিশ্রুতি কোনো কিছুই কাজে আসছে না। প্রতি বছরের মতো এ বছরেও প্রতিটি সবজির দাম সপ্তাহের ব্যবধানে কেজিতে সর্বনিম্ন ১০ টাকা থেকে ২৫ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে ইফতারির জন্য প্রয়োজনীয় সবজির দাম বেড়েছে সবচেয়ে বেশি। এতে হতাশ হয়ে পড়েছেন নিম্নবিত্তের মানুষজন।

ব্যবসায়ীদের দাবি, গত সপ্তাহে প্রচুর বৃষ্টিপাত হওয়ায় অনেক ফসল নষ্ট হয়েছে। তাই বাজারে সবজির সরবরাহ কম। এ ছাড়া বাজারে এখন যেসব সবজির দেখা মিলছে সবই মৌসুমের নতুন সবজি। তাই দাম কিছুটা বেড়েছে। কিন্তু দাম ক্রেতাদের নাগালের মধ্যে রয়েছে।

গত বৃহস্পতিবার বিকেলে, গতকাল শুক্রবার রংপুর সিটি বাজারসহ নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহের তুলনায় প্রতিটি সবজির দাম কেজিতে ১০ থেকে ২৫ টাকা পর্যন্ত বেড়েছে। গত সপ্তাহে বেগুনের দাম ছিল ৪০ টাকা, এখন তা বিক্রি হচ্ছে ৬০ টাকায়। করলার দাম ৩০ থেকে বেড়ে ৪০ টাকা, ২০ টাকার মরিচ বিক্রি হচ্ছে ৩০ টাকা, পটোল ৪০ টাকার জায়গায় ৫০ টাকা, কাঁকরোল ৫০ টাকা থেকে বেড়ে ৬০ টাকা, ২৫ টাকার শশা সপ্তাহের ব্যবধানে বেড়ে দাঁড়িয়েছে ৫০ টাকায়।

বাজারে সবজি কিনতে আসা ইমু ইসলাম জানান, প্রতি বছর রমজান এলেই বিক্রেতারা নানা অজুহাতে সবজির দাম বাড়িয়ে দেন। গত এক সপ্তাহের ব্যবধানে প্রতিটি সবজির দাম ১০ থেকে ২৫ টাকা পর্যন্ত বেড়েছে। এভাবে দাম বাড়তে থাকলে নিম্ন আয়ের মানুষের পক্ষে সবজি কেনা সম্ভব না।

প্রচুর বৃষ্টিপাতের অজুহাত টেনে রংপুর সিটি বাজারের সবজি ব্যবসায়ী দুলাল মিয়া দাবি করেন, দাম কিছুটা বাড়লেও তা ক্রেতাদের নাগালের মধ্যে রয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist