ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি

  ২৪ এপ্রিল, ২০১৮

ধর্ষণের শাস্তি মৃত্যুদন্ড করার দাবি

ধর্ষণ ও যৌন নিপীড়ন বৃদ্ধি প্রতিবাদে সারাদেশের মত পিরোজপুরেও জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম (জেএনএনপিএফ) জেলা শাখার উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পিরোজপুর গোপালকৃষ্ণ টাউনক্লাব রোডে গতকাল সোমবার সকাল ১০টায় মানব বন্ধনে, ধর্ষণের বিরুদ্ধে প্রতিরোধ এবং ধর্ষকের শাস্তি মৃত্যুদন্ড আইন করার দাবি জানিয়ে বক্তব্য রাখেন জেএনএনপিএফ এর পিরোজপুর জেলার সাধারণ সম্পাদক ও পিডিএফ এর নির্বাহী পরিচালক মো. রফিকুল ইসলাম পান্না, সাবেক ভাইস চেয়ারম্যান (কাউখালী) ও বিশিষ্ট নারী নেত্রী কাজী রুহীয়া বেগম হাসি, মহিলা পরিষদের জেলা সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তার হেনা শিক্ষক নেতা মোহাম্মদ হাবিবুর রহমান, মহিলা পরিষদ পিরোজপুর জেলা সহ-সভাপতি অর্পণা রানী হালদার প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, অবিলম্বে নারী ধর্ষণকারীর শাস্তি মৃত্যুদ-ের আইন করতে হবে। যা এখন সময়ের দাবি। তারা আরো বলেন, দেশে আজ কোথাও নারী নিরাপদ নয়, নারীর ওপর প্রতিনিয়তই চলে ধর্ষণ, যৌন নির্যাতনসহ বিভিন্ন নিপীড়ন। তাই আর নয় প্রতিবাদ এবার থেকে হবে প্রতিরোধ। সারা দেশে এই ধর্ষণ বিরোধী আন্দোলন চলছে, চলবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist