খুলনা প্রতিনিধি

  ৩১ মার্চ, ২০১৮

ভালুকায় বিস্ফোরণ

শিক্ষার্থী নিহতের ঘটনায় কুয়েটে ৩ দিনের শোক

শোকে স্তব্ধ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)। বিস্ফোরণে দগ্ধ হয়ে চিকিৎসাধীন তিন শিক্ষার্থী তাদের পরিবার, সহপাঠী, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও আত্মীয়স্বজন সবাইকে কাঁদিয়ে চলে গেলেন না ফেরার দেশে। এদিকে এ ঘটনায় তিন দিনের শোক পালন করবে কুয়েট কর্তৃপক্ষ। গত ২৫ মার্চ রোববার রাত ১টায় ময়মনসিংহের ভালুকায় বিস্ফোরণের ঘটনাটি ঘটে। কুয়েটের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষবর্ষের চারজন শিক্ষার্থী ১০ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত স্কয়ার গ্রুপের একটি টেক্সটাইল মিলে এক মাসের ইন্ডাস্ট্রিয়াল এটাচমেন্টের (ইন্টার্নি) জন্য ময়মনসিংহের ভালুকার মাস্টার বাড়ি এলাকার একটি বাসার ৩য় তলায় অবস্থান করছিলেন। দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন মো. তৌহিদুল ইসলাম। দুর্ঘটনায় দগ্ধ হয়ে ঢাকা মেডিকেলের বার্র্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৮ মার্চ বুধবার রাতে মো. শাহীন মিয়া, ২৯ মার্চ বৃহস্পতিবার রাতে হাফিজুর রহমান এবং গতকাল শুক্রবার সকালে দীপ্ত সরকারের মৃত্যু হয়।

বিশ্ববিদ্যালয়ের চার মেধাবী শিক্ষার্থীর মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীরসহ বিশ্ববিদ্যালয় পরিবার গভীর শোক প্রকাশ করেছেন। ভাইস-চ্যান্সেলর বলেন, শনিবার থেকে বিশ্ববিদ্যালয়ে তিন দিনের শোক পালন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist