সিরাজগঞ্জ প্রতিনিধি

  ১৮ মার্চ, ২০১৮

মাথা গোঁজার ঠাঁই পেল চরের হতদরিদ্র ৩০ পরিবার

সিরাজগঞ্জের কাজিপুরের নদীভাঙা, গৃহহীন, ছিন্নমূল ও হতদরিদ্র মানুষগুলোর একটা গতি হলো অবশেষে।

যমুনা নদীতে বিলীন হয়ে যাওয়া সহায়সম্পদ এবং ফসলি জমি ফিরে পাওয়া না গেলেও একটুখানি মাথা গোঁজার ঠাঁই অন্তত মিলেছে তাদের। আর তাতেই দারুণ খুশি রাতারাতি সবহারা এই মানুষগুলো। সরকারের দেশব্যাপী গুচ্ছগ্রাম প্রকল্পের আওতায় কাজিপুরে তিনটি আবাসন স্থাপন প্রকল্প তাদের মনে নতুন করে আশার আলো জাগিয়েছে। ইতিমধ্যে কৃষগোবিন্দপুর গুচ্ছগ্রাম আবাসন নির্মাণ কাজ শেষ হওয়ায় সেখানকার ঘরগুলো ভূমিহীন, গৃহহীন, নদীভাঙা ছিন্নমূল মানুষের মধ্যে বরাদ্দ দেওয়া হয়েছে। এগিয়ে চলেছে বাকি দুইটির কাজও। তাদের পূনর্বাসনের জন্য বর্তমান সরকার দুটি আবাসন প্রকল্প স্থাপনের উদ্যোগ নিয়েছে। এর মধ্যে কৃষগোবিন্দপুর গুচ্ছগ্রাম-আবাসনের কাজ সম্পন্ন হওয়ায় সেখানে ৩০টি পরিবারকে পুর্নর্বাসিত করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist