হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

  ০৩ মার্চ, ২০১৮

হালুয়াঘাট পৌর নির্বাচনে বড় দু’দলে বিদ্রোহী প্রার্থী

ময়মনসিংহের হালুয়াঘাট পৌরসভা ২০১৪ সালের ২০ জানুয়ারী যাত্রা শুরু করলেও নানা জটিলতার কারনে নির্বাচন বাধাগ্রস্থ হচ্ছিলো। চলতি বছরের ১৮ ফেব্রæয়ারী নির্বাচন কমিশন হালুয়াঘাট পৌর নির্বাচনের তফসিল ঘোষণা করেন। কে হচ্ছেন হালুয়াঘাট পৌরসভার নগর পিতা এ নিয়ে আগ্রহের শেষ নেই ভোটারদের মাঝে। নির্বাচনে ক্ষমতাসীন আ.লীগ, বিএনপি অংশ নিলেও প্রধান বিরোধীদল জাতীয় পার্টির কোন প্রার্থী নেই।

১ মার্চ বিকাল ৫টা পর্যন্ত ছিলো মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ও ৫ মার্চ যাচাই বাছাই শেষে ১১ মার্চ চুড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এছাড়া ১২ মার্চ নির্বাচন প্রত্যাহার ও ১৩ মার্চ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হবে। আগামী ২৯ মার্চ পৌর নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এ আসনে মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ৪২৭ জন। এদিকে প্রথম পৌর নির্বাচনে বড় দু’দলেই রয়েছে বিদ্রোহী প্রার্থী। ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে মনোনয়ন পেয়েছেন উপজেলা আ.লীগের যুগ্ম সম্পাদক খাইরুল আলম ভূঞা। দলের বিদ্রাহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা যুবলীগের সাবেক সম্পাদক আব্দুল মোতালেব ও উপজেলা আ.লীগের সদস্য প্রশান্ত কুমার সাহা। বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন পেয়েছেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ। দলের বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা বিএনপির যুগ্ম আহŸায়ক নাদিম আহমদ। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সদ্য সাবেক সদর ইউপি চেয়ারম্যান সালেহ আহাম্মদ। এছাড়া মোট নয়টি ওয়ার্ডে কাউন্সিলর পদে পুরুষ ৪৬ জন ও সংরক্ষিত মহিলা আসনে ১০ জন মহিলা প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

জেলা নির্বাচন কর্মকতা মাহবুব আলম শাহ বলেন, হালুয়াঘাট পৌরসভার প্রথম নির্বাচনকে সুষ্ঠভাবে সম্পন্ন করার লক্ষে নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist