পটুয়াখালী প্রতিনিধি

  ২৩ ফেব্রুয়ারি, ২০১৮

দুমকিতে শহীদ মিনার ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা

‘সারাদিন কষ্ট করে সহপাঠীরা মিলে শহীদ মিনার বানিয়েছি, সকালে ফুল সংগ্রহ করেছি, আশা ছিল সকাল বেলা প্রভাতফেরি করে ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাবো। কিন্তু সকালে মাদ্রাসায় গিয়ে দেখি সব শেষ। কাঁদতে কাঁদতে কথাগুলো বলছিল পটুয়াখালীর দুমকির দক্ষিণ মুরাদিয়া মহিলা ফাজিল মাদরাসার দশম শ্রেণির ছাত্রী মরিয়ম। ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে মাদরাসাটির শিক্ষার্থীদের ইট, মাটি ও কলাগাছ দিয়ে তৈরী করা শহীদ মিনার মঙ্গলবার গভীর রাতে ভেঙে ফেলেছে অজ্ঞাত দুর্বৃত্তরা ।

বুধবার সরজমিনে দেখা যায়, কলাগাছে রঙিন কাগজ মুড়িয়ে তৈরি করা শহীদ মিনারটি দুমড়ে-মুচড়ে পড়ে আছে। ভাঙার পর শহীদ মিনারের পাদদেশে ‘মহাপাপ’ শব্দটি লিখে গেছে দুর্বৃত্তরা। স্থানীয় আমির হোসেন বলেন, এ ধরনের কাজ বাঙালি জাতীয়তাবোধের ওপর সরাসরি আঘাত করা হয়েছে। অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এলাকাবাসী।

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ কাজী শাহজালাল জানান, মেয়েদের তৈরি করা শহীদ মিনারটি রাতে কারা ভেঙে ফেলেছে তা সনাক্ত করা সম্ভব হয়নি। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে বলে জানিয়ে দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান আহম্মেদ বলেন, ‘আমি এবং থানা ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছি।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist